(Source: ECI/ABP News/ABP Majha)
Dividend Stocks: ৭ শতাংশ বাড়ল মুনাফা, শেয়ারপিছু ১১ টাকা ডিভিডেন্ড দেবে টাইটান
Titan Dividend: চতুর্থ ত্রৈমাসিকে টাইটানের মুনাফা (Dividend Stocks) হয়েছে ৭৮৬ কোটি টাকা। গত বছরের মুনাফার থেকে এবার এই মুনাফার অঙ্ক বেড়েছে ৭ শতাংশ। এক বছর আগেই সংস্থার মুনাফা হয়েছিল ৭৩৪ কোটি টাকা।
Titan Dividend: টাটা গোষ্ঠীর গহনা ও ঘড়ি বিক্রেতা এই সংস্থার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই সংস্থা বিপুল মুনাফা করেছে। ৭ শতাংশ বেড়েছে এই সংস্থার মুনাফার পরিমাণ। আর তাই এবার মুনাফার (Dividend Stocks) অংশ শেয়ারহোল্ডারদের সঙ্গে ভাগ করে নিতে চায় এই সংস্থা। ডিভিডেন্ড ঘোষণা করেছে টাইটান।
চতুর্থ ত্রৈমাসিকে টাইটানের মুনাফা (Dividend Stocks) হয়েছে ৭৮৬ কোটি টাকা। গত বছরের মুনাফার থেকে এবার এই মুনাফার অঙ্ক বেড়েছে ৭ শতাংশ। এক বছর আগেই সংস্থার মুনাফা হয়েছিল ৭৩৪ কোটি টাকা। শুধু যে মুনাফা বেড়েছে সংস্থার তা নয়, বিক্রির পরিমাণও বেড়েছে এই সংস্থার। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে টাইটানের বিক্রি ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১০০৪৭ কোটি টাকা। একই ত্রৈমাসিকে যেখানে ২০২২-২৩ অর্থবর্ষে সংস্থার বিক্রির পরিমাণ ছিল ৮৫৫৩ কোটি টাকা।
এবার ত্রৈমাসিকের ভাল ফলাফলের পরে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড (Dividend Stocks) দিতে চলেছে টাইটান। সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শেয়ারপিছু ১১ টাকা ডিভিডেন্ড দেবে টাইটান। গহনার ব্যবসায় টাইটানের মোট আয় ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৮৯৯৮ কোটি টাকা। ভারতে এর ব্যবসা একই সময়ের মধ্যে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। টাইটানের অধীনস্থ তানিশক ভারতের বাইরে বিদেশেও পা রেখেছে। দুবাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে তানিশকের নতুন স্টোর উদ্বোধন হয়েছে। এই ত্রৈমাসিকে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তানিশকের ১১টি নতুন স্টোর উদ্বোধন হয়েছে। মায়া জুয়েলারি যেখানে ১৬টি নতুন স্টোর খুলে ফেলেছে। অন্যদিকে টাইটানের ঘড়ির ব্যবসা থেকে এই ত্রৈমাসিকে ৯৪০ কোটি টাকা আয় হয়েছে। একই ত্রৈমাসিকে গত বছরের থেকে ৮ শতাংশ বেড়েছে এই মুনাফা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Q4 Result Today: সোমে কোন শেয়ার বাড়বে ? আজ ১৮টি কোম্পানির আর্থিক ফল ঘোষণা