Fake Reviews: প্রোডাক্টের ভুয়ো রিভিউ পোস্ট করলে বড় জরিমানা, ই-কমার্স কোম্পানিগুলির বিরুদ্ধে হবে ব্যবস্থা
E-Commerce Heavy Penalty: গ্রাহকদের ভুয়ো রিভিউ দেখিয়ে বিভ্রান্ত করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ই-কমার্স সাইটগুলি পণ্যের ভুয়ো রিভিউ পোস্ট করলে দিতে হবে বিপুল জরিমানা।
E-Commerce Heavy Penalty: গ্রাহকদের ভুয়ো রিভিউ দেখিয়ে বিভ্রান্ত করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ই-কমার্স সাইটগুলি পণ্যের ভুয়ো রিভিউ পোস্ট করলে দিতে হবে বিপুল জরিমানা। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অনলাইন কমার্স প্লাটফর্মের এই ধরনের অভ্যেস রুখতেই কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।
Fake Reviews: কীসের ভিত্তিতে এই ব্যবস্থা ?
সূত্রের খবর, উপভোক্তা বিষয়ক বিভাগ সম্প্রতি একটি কমিটি গঠন করে এই সম্পর্কিত নিয়মগুলির পরিবর্তন চূড়ান্ত করছে। ২০২১ সালে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)এই নিয়ম চালু করেছিল। তার ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। একবার এই নিয়মগুলিতে পরিবর্তন হলে, তা বাধ্যতামূলক হয়ে উঠবে। পরবর্তীকালে প্রোডাক্টের ভুয়ো রিভিউ পোস্ট করার জন্য ই-কমার্স সংস্থাগুলির উপর জরিমানা করা হবে। এখানেই শেষ নয়, কোনও ই-কমার্স কোম্পানি একে অপরের বিরুদ্ধে ভুয়ো রিভিউ পোস্ট করলেও জরিমানা ছাড়াও কড়া পদক্ষেপ থাকবে আইনে।
E-Commerce Heavy Penalty: ১০-৫০ লক্ষ টাকা হতে পারে জরিমানা
২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইন অনুসারে, পণ্যের ভুয়ো রিভিউ পোস্ট করার জন্য বা ইচ্ছে করে বেশি রেটিং দেওয়ার জন্য ই-কমার্স সংস্থাগুলির উপর এবার জরিমানা আরোপ করবে সরকার। বিপুল পরিমাণ জরিমানা করা হবে কোম্পানিগুলিকে। জরিমানার পরিমাণ হবে ১০ থেকে ৫০ লক্ষ টাকা। এর পাশাপাশি উপভোক্তা বিষয়ক বিভাগ জাল ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে।
শোনা যাচ্ছে, কেন্দ্রের উপভোক্তা বিভাগের এই কমিটি এক সপ্তাহের মধ্যে ভুয়ো রিভিউয়ের আইন সম্পর্কে পর্যালোচনা করবে। পরবর্তীকালে বিআইএস-এর নিয়মে পরিবর্তনের পরামর্শ দেবে। বুধবার কমিটি এই বিষয়ে একটি সভা করেছে, যেখানে শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ই-কমার্স সম্পর্কিত বিষয়ে জড়িত সত্তাদের সঙ্গে আলোচনা করবেন কমিটি। এরপরই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Forbes Real Time Billionaires: বিশ্বের ধনীদের তালিকায় এবার দ্বিতীয় গৌতম আদানি, প্রথম স্থানে কে ?