Car Tips: পড়তে পারেন বিপদের মুখে ! বৃষ্টিতে ইভি চালানো বা চার্জ করা কি নিরাপদ ?
EV Drive In Rain: পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি পেতেই দেশে বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। যদিও বর্ষাকালে ইভি চালানো নিয়ে সন্দেহ তৈরি হয়েছে অনেকের মনে।
EV Drive In Rain: পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি পেতেই দেশে বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। যদিও বর্ষাকালে ইভি চালানো নিয়ে সন্দেহ তৈরি হয়েছে অনেকের মনে। জেনে নিন, ভিজে আবহাওয়ায় ইভি চালানো কতটা নিরাপদ ?
Car Tips: বৃষ্টিতে ইভি চালানো কি সত্যিই নিরাপদ ?
ভরা বর্ষায় ইভিতে জল ঢুকলে হতে পারে বড় বিপদ ? বিদ্যুতের সঙ্গে জলের সংস্পর্শে হতে পারে মারাত্মক অবস্থা ! সম্প্রতি ইলেকট্রিক গাড়ি নিয়ে এমনই কিছু কথা ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। যদিও গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, এরকম ভাবার কোনও কারণ নেই। পেট্রল, ডিজেল গাড়ির মতোই নিরাপদ ইভি।
EV Drive In Rain: কীভাবে সুরক্ষিত থাকে ইভি ?
সব ইভিতে একটি ইনগ্রেস প্রোটেকশন বা আইপি রেটিং সিস্টেম রয়েছে। যার অর্থ হল, আপনার ইভির ব্যাটারি ধুলো ও জল থেকে নিরাপদ। যেকোনও গাড়ির মতো ইভিকেও অতিরিক্ত জলমগ্ন রাস্তায় না চালানোর পরামর্শ দেওয়া হয়। তবে মনে রাখবেন, এতেও একটি IP67রেটিং রয়েছে। যার অর্থ হল, গাড়িটি ৩০ মিনিট পর্যন্ত ১ মিটার জলের নিচে ডুবে থাকতে পারে। অতএব, বৃষ্টির মধ্যেও ইভি চালানোর ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
Car Tips: মনে রাখবেন, সবচেয়ে খারাপ অবস্থা হলেও ইলেকট্রিক গাড়িতে অনেকগুলি প্রতিরক্ষামূলক স্তর থাকে। যাতে ব্যাটারিটি নিরাপদ থাকে সেই ব্যবস্থা নেয় কোম্পানি। তাই জলের মধ্যেও ড্রাইভারের কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই৷
EV Drive In Rain: বৃষ্টির সময় চার্জ করতে নেই ইভি ?
অনেকেই বৃষ্টির সময় ইভি চার্জ নিয়ে চিন্তা করেন। বিশেষ করে বৃষ্টির সময় চার্জিং তারগুলি নিয়ে চিন্তা থাকে গাড়ির মালিকের। মনে রাখবেন, এই তারগুলির আবহাওয়ার প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা রয়েছে। সেই ধরনের তারই দেওয়া হয়েছে গাড়িতে। ইভির চার্জিং কেবল ও প্রতিটি উপাদান বৃষ্টিতে খারাপ হবে না। হঠাৎ গাড়ি চার্জ করার সময় বৃষ্টি হলেও চিন্তার কিছু নেই। ক্রেতাকে মাথায় রাখতে হবে অন্যান্য গাড়ির মতো বৈদ্যুতিক গাড়িও বিক্রির আগে পরীক্ষা করতে হয়। তার ইতিবাচক ফল বেরোলেই গাড়ি বিক্রির অনুমতি দেওয়া হয়।