ELI স্কিমে অনুমোদন দিল মোদি সরকার, প্রথমবার কাজে পাবেন ১৫ হাজার টাকা
Employment Linked Incentive Scheme :প্রথমবার পরিকাঠামো শিল্পে কাজ করা শ্রমিকরা পাবেন ১৫ হাজার টাকা। ইনসেনটিভ হিসাবে এই টাকা দেবে সরকার।

Employment Linked Incentive Scheme : দীর্ঘদিনের জল্পনার অবসান। এবার পরিকাঠামো শিল্পে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত স্কিমে (ELI Scheme) অনুমোদন দিল মোদি সরকার (PM Modi)। এই সবুজ সংকেতের পর, প্রথমবার পরিকাঠামো শিল্পে কাজ করা শ্রমিকরা পাবেন ১৫ হাজার টাকা। ইনসেনটিভ হিসাবে এই টাকা দেবে সরকার। মনে রাখবেন, দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।
সরকারি এই স্কিমে কী সুবিধা পাবেন
২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে ELI প্রকল্পটি ঘোষণা করে মোদি সরকার। যার ভিত্তিতে এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই স্কিমের আওতায় ৪.১ কোটি যুবকের কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে। দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর পাঁচ-স্কিম প্যাকেজের অংশ হিসেবে ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই ELI প্রকল্পটি রেখেছিলেন। এই উদ্যোগগুলির জন্য সব মিলিয়ে বাজেট ব্যয় দাঁড়ায় ₹২ লক্ষ কোটি টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে কী বলেছে সরকার
ইতিমধ্যেই এই বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সরকার। যেখানে বলা হয়েছে- “৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয়ের সঙ্গে ELI প্রকল্পটি ২ বছরের মধ্যে দেশে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবে। এর মধ্যে ১.৯২ কোটি সুবিধাভোগী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। এই প্রকল্পের সুবিধা ১ অগাস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৭ সালের মধ্যে তৈরি হওয়া চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।”
১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মচারীরা এই ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন
এই প্রকল্পের দুটি অংশ রয়েছে, অংশ A প্রথমবারের মতো কর্মসংস্থানকারীদের জন্য ও B নিয়োগকর্তাদের জন্য় তৈরি করা হয়েছে। EPFO-তে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীদের লক্ষ্য করে এই অংশে দুটি কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের EPF মজুরি দেওয়া হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মচারীরা এই ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। প্রথম কিস্তি ৬ মাসের চাকরির পরে ও দ্বিতীয় কিস্তি ১২ মাসের চাকরি এবং কর্মচারীর আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন করার পরে প্রদান করা হবে। সঞ্চয়ের অভ্যাসকে উৎসাহিত করার জন্য, ইনসেনটিভের একটি অংশ একটি নির্দিষ্ট সময়ের জন্য সেভিংস অ্যাকাউন্টে রাখা হবে, পরবর্তী সময়ে কর্মচারীরা তা তুলতে পারবেন।






















