Job News: স্নাতকদের জন্য বড় কাজের সুযোগ LIC-তে, এই দিনের মধ্যে করতে হবে আবেদন
LIC Housing Finance Jobs: মূলত তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে হবে অনলাইন প্রবেশিকা পরীক্ষা, সম্ভবত আগামী ৩ জুলাই এই পরীক্ষা আয়োজিত হতে পারে সারা দেশে।

LIC Housing Finance: আপনি যদি স্নাতক উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় আপনার কাজের সুযোগ রয়েছে। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে (LIC HFL Jobs) কাজ পেতে পারেন আপনিও। এলআইসি হাউজিং ফিনান্স সংস্থা শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে। বেশ কিছু পদের জন্য এই সংস্থা নিয়োগ (Job News) করতে চলেছে। এক বছরের জন্য এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এখানে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বৃত্তি পাবেন এই সংস্থার তরফ থেকে।
এই নিয়োগ অভিযানের মাধ্যমে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার হাউজিং ফিনান্স কর্পোরেশনে ২৫০ জন কর্মী নেওয়া হবে। ফলে আসন সংখ্যা খুবই সীমিত। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করা জরুরি। জেনে নিন আবেদনের বিশদ তথ্য। ২৮ জুনের মধ্যে এই সংস্থায় নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে।
কারা করতে পারবেন আবেদন
এই নিয়োগের জন্য সেই সমস্ত প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনও প্রতিষ্ঠান থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক উত্তীর্ণ হয়েছেন।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগগুলি সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদনের ফি কত দিতে হবে
বিভাগ অনুসারে আলাদা আলাদা আবেদনের ফি নির্ধারিত করা হয়েছে। অসংরক্ষিত বা ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৯৪৪ টাকা। আর এসসি বা এসটি প্রার্থীদের জন্য আবেদনের ফি ধার্য করা হয়েছে ৭০৮ টাকা। একইসঙ্গে পিডব্লিউডি অর্থাৎ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদনের ৪৭২ টাকা দিতে হবে আবেদনের জন্য।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
মূলত তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে হবে অনলাইন প্রবেশিকা পরীক্ষা, সম্ভবত আগামী ৩ জুলাই এই পরীক্ষা আয়োজিত হতে পারে সারা দেশে। এরপরে হবে নথি যাচাই এবং সবশেষে হবে ইন্টারভিউ।
কীভাবে করবেন আবেদন
প্রথমে আপনাকে যেতে হবে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে।
ওয়েবসাইটের উপরের মেনু বারে দেওয়া Careers ট্যাবে ক্লিক করতে হবে। এরপরে Apply Online লিঙ্কে ক্লিক করে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর আবেদনপত্র পূরণ করতে হবে।
প্রদত্ত নির্দেশ অনুসারে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। অনলাইনে আপনার আবেদনের ফি-ও জমা করতে হবে।
আবেদনপত্রের প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















