Elon Musk: ১১ সন্তান, ৩ প্রাক্তন স্ত্রীকে রাখবেন এক ছাদের নিচে, ২৯৫ কোটি খরচ করে প্রাসাদ কিনলেন এলন মাস্ক
Elon Musk Compound: ২০২৪ সালে এসে একটা আস্ত প্রাসাদ কিনে ফেললেন যার দাম ভারতীয় মুদ্রায় ২৯০ কোটি টাকা। ৩৫ মিলিয়ন ডলারের বিনিময়ে টেক্সাসে একটি ১৪,৪০০ বর্গফুটের একটি প্রাসাদ কিনলেন এলন মাস্ক।
Elon Musk Compound: ২০২০ সালে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর সমস্ত বাড়ি বিক্রি করে দেবেন এবং ঘোষণা করবেন যে তাঁর কাছে নিজের কোনো প্রপার্টি বা সম্পত্তি নেই। আর এবার সেই এলন মাস্ক (Elon Musk) ২০২৪ সালে এসে একটা আস্ত প্রাসাদ কিনে ফেললেন যার দাম ভারতীয় মুদ্রায় ২৯০ কোটি টাকা। ৩৫ মিলিয়ন ডলারের বিনিময়ে টেক্সাসে একটি ১৪,৪০০ বর্গফুটের একটি প্রাসাদ (Elon Musk Compound) কিনলেন এলন মাস্ক যেখানে তাঁর তিন প্রাক্তন স্ত্রী এবং মোট ১১ সন্তান থাকবেন এক ছাদের নিচেই।
এই বিশাল প্রাসাদে রয়েছে একটি ইতালীয় টাস্কান ভিলা এবং ঠিক তাঁর পিছনেই একটি ৬ বেডরুমের বাড়ি। এলন মাস্ক নিজের সমস্ত ব্যক্তিগত কর্মকাণ্ড গোপন রাখতেই পছন্দ করেন, এমনকী এই প্রাসাদ যারা বিক্রি করেছেন তাদেরকে তিনি একটি বন্ডও সই করিয়ে নিয়েছেন যাতে তারা এই প্রাসাদ কেনার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ না করেন। সংবাদসূত্রে জানা গিয়েছে যে এলন মাস্ক এই অঞ্চলের সমস্ত বাড়ির মালিককে বাড়ির দামের থেকেও ৫০-৭০ শতাংশ বেশি টাকার প্রস্তাব দিয়েছিলেন এবং সেভাবেই গোটা প্রাসাদটি কিনে নেন তিনি।
এলন মাস্কের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে এই বাড়িটি কেনার মাধ্যমে সবথেকে ছোট সন্তানের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করা তাঁর পক্ষে অনেক সুবিধেজনক হবে। এমনকী মাস্কও নাকি চান যে তাঁর কনিষ্ঠ সন্তান যেন একে অন্যের পরিপূরক হয়ে ওঠে ভাই-বোনেদের মধ্যে। এলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে তাঁর মোট ৫ সন্তান আছে। ২০০০ সালে বিবাহ হয় তাদের এবং ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপরে তিনি বিবাহ করেন গায়িকা গ্রিমসকে যার সঙ্গে এলন মাস্কের ৩ সন্তান রয়েছে। যদিও বিচ্ছেদের পর মাস্ক এবং গ্রিমসের মধ্যে আইনি বিবাদ চলেছে সন্তানদের দায়িত্ব কে পাবে তা নিয়ে। অন্যদিকে মাস্কের নিজের সংস্থা নিউরালিঙ্কের এক এক্সিকিউটিভ শিভন জিলকেও পরে বিবাহ করেছেন তিনি এবং তাঁর সঙ্গে মাস্কের মোট তিন সন্তান রয়েছে।
সংবাদসূত্রে জানা গিয়েছে শিভন জিল ইতিমধ্যেই এই নতুন কেনা প্রাসাদের একটি অংশে সন্তানদের নিয়ে চলে এসেছেন। যে মাস্ক একসময় বারবার জন্মহার নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন, তিনি নিজেও নিজের বীর্য তাঁর বন্ধুদের এবং নানা সংস্থায় দান করেছেন। এর মধ্যে অন্যতম একজন প্রাক্তন স্বাধীন ভাইস প্রেসিডেন্সিয়াল প্রার্থী নিকোল শানাহান। যদিও শানাহান এর আগে মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক অস্বীকার করেছিলেন।
এই বছররের শুরুর দিকে মাস্ক বলেছিলেন যে তিনি বিশ্বাস করছেন আগামী দিনে বিশ্বের জনসংখ্যায় হঠাৎ ব্যাপক ঘাটতি দেখা যাবে। এমনকী এতে মানবজাতি ধ্বংসও হয়ে যেতে পারে। আর তাই জুন মাসে এই বিষয়ে পোস্টও করেন মাস্ক যেখানে তিনি লেখেন এই সময়ে মানবজাতিকে রক্ষা করার জন্য সন্তান উৎপাদন করা জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে।
আরও পড়ুন: Fuel Price: মাসের শুরুতেই দাম বাড়ল জ্বালানির, বিমান ভাড়া কি বাড়বে এবার ?