Elon Musk: সঙ্কটে এলন মাস্কের 'এক্স', বাজারমূল্য কমল ৭৫ শতাংশ; কী পদক্ষেপ করবেন মাস্ক ?
X Market Value: টাকা ডুবছে এলন মাস্কের (Elon Musk)। 'এক্স'-এর বাজার মূল্য এখন ৭৫ শতাংশ কমে গিয়েছে অর্থাৎ এক চতুর্থাংশ দাম কমেছে। শুধু এলন মাস্কই নয়, আরও অন্যান্য বিনিয়োগকারীরাও চিন্তায় রয়েছেন।
Twitter: জনপ্রিয় সমাজমাধ্যম 'এক্স' যা আগে টুইটার নামে খ্যাত ছিল এখন ঘোর সঙ্কটে। টেসলা এবং স্পেস এক্সের মালিক ও সিইও এলন মাস্ক যে পরিমাণ অর্থ দিয়ে এই টুইটার কিনেছিলেন, সেই বাজার মূল্য এখন পড়তির দিকে। টাকা ডুবছে এলন মাস্কের (Elon Musk)। 'এক্স'-এর বাজার মূল্য এখন ৭৫ শতাংশ কমে গিয়েছে অর্থাৎ এক চতুর্থাংশ দাম কমেছে। এই কারণে শুধু এলন মাস্কই নয়, আরও অন্যান্য বিনিয়োগকারীরাও (X Handle) চিন্তায় রয়েছেন। এই বাজারমূল্য কমা যদি চলতে থাকে, তাহলে বড় কোনও পদক্ষেপ করতে হতে পারে এলন মাস্ককে।
বিরাট ক্ষতি হয়েছে এলন মাস্কের
ফিডেলিটি ব্লুচিপ গ্রোথ ফান্ডের একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে এলন মাস্ক টুইটার কিনেছিলেন ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে। এই সময়ে ফিডেলিটি সংস্থার পক্ষ থেকেও ১৯.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল এই টুইটারে। কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে ফিডেলিটির শেয়ারের মূল্য কমে এসেছে ৫.৫ বিলিয়ন ডলারে। প্রতিবেদন অনুসারে এক্স-এর বাজার মূল্য ৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এইভাবেই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি এলন মাস্কেরও ৩৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
রেভিনিউ অর্ধেক হয়ে গিয়েছে, বিজ্ঞাপন থেকেও কমেছে আয়
এক্স এখন আর পাবলিকলি ট্রেডেড সংস্থা নেই। এই অবস্থায় এই সংস্থার বাজারমূল্য বের করা খুব কঠিন ব্যাপার। কিন্তু এই সংস্থার বিনিয়োগকারীরা ক্রমাগত এই সংস্থার বাজারমূল্যের ব্যাপারে তথ্য জানিয়ে গিয়েছেন। ফিডেলিটি এক্স-এর বাজারমূল্য ক্রমাগত কমিয়ে এনেছে। এইবারে ফিডেলিটি এক্স-এর বাজারমূল্য ৭৮.৭ শতাংশ কমিয়েছে। এর আগে জানুয়ারি ও মার্চ মাসেও এক্সের বাজারমূল্য কমে গিয়েছিল। ২০২৩ সালে এক্স ২.৫ বিলিয়ন ডলার রাজস্ব আদায় করেছিল যা ২০২২ সালে সংগৃহীত রাজস্বের অর্ধেক ছিল। মোট আয়ের ৭৫ শতাংশ ছিল বিজ্ঞাপনী সেলস থেকে।
এক্সের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন
খরচ কমানোর জন্য ইতিমধ্যেই এক্সের সান ফ্রান্সিসকোর অফিস বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া বহু কর্মীকে এখানে সেখানে পাঠানো হয়েছে। সকলের মনেই এই সমাজমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে। ফিডেলিটি ছাড়াও এই সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে আছেন বিল অ্যাকম্যান এবং তার পুত্র ডিডি কম্ব। এরই মধ্যে ডিডি কম্বের উপর মানব পাচারের অভিযোগ উঠেছে। ফলে অদূর ভবিষ্যতে এই সমাজমাধ্যম বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়েই চিন্তিত কর্মী ও বিনিয়োগকারী সকলে।
আরও পড়ুন: Iran Israel War: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব ! লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, ভারতে কী হবে ?