EPFO: বড় বদল প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মে, আরও সুবিধে পাবেন চাকরিজীবীরা
EPFO Update: এবার থেকে কোনও ব্যক্তির মৃত্যুর পরে ডেথ ক্লেম (Provident Fund Death Claim) করার প্রক্রিয়া এবার আরও সহজ হয়ে গেল। মৃত সদস্যের পরিবারের লোক এবার আধার নম্বর ছাড়াই ডেথ ক্লেম করতে পারবেন।
![EPFO: বড় বদল প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মে, আরও সুবিধে পাবেন চাকরিজীবীরা EPFO Rules changed for death claim EPFO Update aadhaar seeding EPFO: বড় বদল প্রভিডেন্ট ফান্ডের এই নিয়মে, আরও সুবিধে পাবেন চাকরিজীবীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/992cab9328d9a1e84b6390a002d546021716368050459900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Provident Fund Death Claim: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে যে, কোনও ব্যক্তির মৃত্যু হলে তার পরে ব্যক্তির আধার নম্বর সংশোধন করা জরুরি। এই কারণে ফিল্ড অফিসগুলি যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা নিয়ে বড় আপডেট দিল ইপিএফও (Provident Fund Death Claim)। ব্যক্তির মৃত্যুর পরে এবার থেকে কাগজে কলেমে আধার লিঙ্ক ছাড়াই ডেথ ক্লেম করা যাবে। সমস্ত রকম মৃত্যুর ক্ষেত্রেই এই পদ্ধতি এবার থেকে প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। কর্মচারীদের জন্য নতুন নিয়ম নিয়ে এল ইপিএফও।
বিজ্ঞপ্তিতে কী জানিয়েছে ইপিএফও
এবার থেকে কোনও ব্যক্তির মৃত্যুর পরে ডেথ ক্লেম (Provident Fund Death Claim) করার প্রক্রিয়া এবার আরও সহজ হয়ে গেল। মৃত সদস্যের পরিবারের লোক এবার আধার নম্বর ছাড়াই ডেথ ক্লেম করতে পারবেন। ১৭ মে ২০২৪ তারিখে ইপিএফওর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ই-অফিস ফাইলের মাধ্যমে অফিসার ইন চার্জের কাছ থেকে অনুমোদন পাওয়ার উপর নির্ভরশীল এই সুবিধে। মৃত ব্যক্তির সদস্যপদ এবং যিনি দাবি করছেন টাকা তাঁর সম্পর্কের খতিয়ান বিচার করেই এই প্রক্রিয়া শুরু করা হবে। মূলত প্রতারণামূলক কাজে টাকা তুলে নেওয়ার ঘটনা আটকাতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ইপিএফও।
আধারের সঙ্গে নথির মিল থাকতে হবে UAN-এর
এই নিয়ম তখনই প্রযোজ্য হবে যেখানে ইপিএফও-র সদস্যদের সব নথি UAN-এ ঠিক আছে, কিন্তু আধার বা UID-তে ত্রুটিপূর্ণ আছে। যেখানে আধারের (Provident Fund Death Claim) তথ্য ঠিক আছে, কিন্তু UAN-এর ক্ষেত্রে তা ভুল বা অসম্পূর্ণ আছে, সেক্ষেত্রে ফিল্ড অফিসগুলিকে নয়া বিধি মেনে প্রক্রিয়া চালু রাখতে হবে। প্রথমে UAN-এ তথ্য সংশোধন করতে হবে, আধারের সঙ্গে তা যাচাই করা এবং আধারের সঙ্গে লিঙ্ক করার দরকার হবে।
ফিজিক্যাল ক্লেম এবার থেকে প্রযোজ্য হবে
কোনও সদস্যের মৃত্যু হলে এবার থেকে আধার সিডিং ছাড়াই ফিজিক্যালি ডেথ ক্লেম করা যায়।
সেক্ষেত্রে ই-অফিস ফাইলে অফিসার ইন চার্জের অনুমোদন লাগবে।
মৃতের পরিচয় এবং দাবিকারী ব্যক্তির সম্পর্ক খতিয়ে দেখতে হবে।
আরও পড়ুন: Bonus Share: ৪ লাখ শেয়ার পাবেন কর্মীরা ! ত্রৈমাসিকের ফল বেরোনোর আগেই বড় খবর এই সংস্থায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)