এক্সপ্লোর
New Income Tax Bill: সংসদে পেশ হল নয়া আয়কর বিল, ট্যাক্সের খোল নলচে বদলে গেল ? জানুন ১০ বড় বিষয়
Nirmala Sitharaman: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল ২০২৫ পেশ করেছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি এই বিল অনুমোদন পেয়েছিল।

আয়কর আইনের ১০ বিষয়
1/9

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল ২০২৫ পেশ করেছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি এই বিল অনুমোদন পেয়েছিল।
2/9

এই নয়া বিল ৬০ বছরের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপিত করবে, কর ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে।
3/9

এই বিলে প্রথমেই একটিমাত্র করবর্ষের উল্লেখ করা হয়েছে। অ্যাসেসমেন্ট ইয়ারের পরিবর্তে ট্যাক্স ইয়ার পরিভাষা উল্লেখ করা হয়েছে।
4/9

নতুন ব্যবসার জন্য যেদিন থেকে শুরু হয়েছে ব্যবসা সেদিন থেকে ধার্য হবে কর বছর এবং একই অর্থবর্ষের শেষে সেই করবর্ষও শেষ হবে।
5/9

নতুন বিলে আইনি ভাষা অনেক সরলীকরণ করা হয়েছে। আইনি পরিভাষাকে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে।
6/9

পুরনো ৮২৩ পাতার আয়কর আইনের থেকে এখন তা কমে দাঁড়িয়েছে ৬২২ পাতায়। তবে বেড়েছে অধ্যায় ও ধারা।
7/9

পুরনো আইনে বিদ্যমান জটিল ব্যাখ্যা ও বিধানগুলি সরানো হয়েছে, যাতে মানুষ সহজেই এই আইনের ধারাগুলি অনুধাবন করতে পারে।
8/9

ভার্চুয়াল ডিজিটাল সম্পদের উপর বেশ কিছু নিয়ম আরোপ করা হয়েছে। একইসঙ্গে কর ফাঁকি রোধের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
9/9

করদাতাদের অধিকার রক্ষার্থে সনদ আনা হয়েছে। এই কর সনদ কর প্রশাসনকে অনেক স্বচ্ছ্ব করবে।
Published at : 13 Feb 2025 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
