Bonus Share: ৪ লাখ শেয়ার পাবেন কর্মীরা ! ত্রৈমাসিকের ফল বেরোনোর আগেই বড় খবর এই সংস্থায়
Nykaa ESOP: মূলত FSN ই-কমার্স সংস্থা Nykaa ব্র্যান্ডের নামে একটি বিউটি ফ্যাশন রিটেইল আউটলেট পরিচালনা করে। সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থা জানিয়েছে এই সংস্থার কর্মীদের ESOP দেওয়া হবে।
![Bonus Share: ৪ লাখ শেয়ার পাবেন কর্মীরা ! ত্রৈমাসিকের ফল বেরোনোর আগেই বড় খবর এই সংস্থায় Stock Market Nykaa to distribute 4 lakh company shares ESOP Big Updates for Employees Bonus Share: ৪ লাখ শেয়ার পাবেন কর্মীরা ! ত্রৈমাসিকের ফল বেরোনোর আগেই বড় খবর এই সংস্থায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/8cf56cf0a59e091bbb697b88f0f990301716365074916900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nykaa ESOP: ফ্যাশন রিটেইল ব্র্যান্ড Nykaa-র কর্মীদের জন্য এবার বড় সুযোগ। সংস্থার তরফ থেকে একটা বড় উপহার পেতে চলেছেন এই কর্মীরা। চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল এখনও বেরোয়নি সংস্থার, তাঁর আগেই Nykaa তাঁর কর্মীদের বিনামূল্যে শেয়ার উপহার দিতে চলেছে। এই শেয়ারগুলিকে বলা হয় ESOP অর্থাৎ Employee Share Option Plan।
কত টাকার শেয়ার দেওয়া হবে
মূলত FSN ই-কমার্স সংস্থা Nykaa ব্র্যান্ডের নামে একটি বিউটি ফ্যাশন রিটেইল আউটলেট পরিচালনা করে। সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থা জানিয়েছে এই সংস্থার কর্মীদের ESOP দেওয়া হবে। আর এর মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার শেয়ার কর্মীদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। মঙ্গলবার বাজার বন্ধের সময় Nykaa-র দাম যেখানে বন্ধ হয়, তাঁর হিসেবে এই বিতরণযোগ্য শেয়ারের মোট মূল্য ৭.১৭ কোটি টাকা। গতকাল বাজারে ১৭৭ টাকায় বন্ধ হয়েছে Nykaa-র শেয়ার।
আইপিওর প্রাইসের নিচে রয়েছে দাম
২০২১ সালের অক্টোবর মাসে বাজারে এসেছিল Nykaa-র আইপিও। আইপিওর প্রাইসব্যান্ড রাখা ছিল ১০৮৫ টাকা থেকে ১১২৫ টাকা। সেখান থেকে এখন অনেকাংশে কমে গিয়েছে এই শেয়ারের দাম। আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫৩৫১.৯২ কোটি টাকা তুলতে চেয়েছিল এই সংস্থা। এই মুহুর্তে Nykaa-র শেয়ার ৯০ শতাংশ নিচে এসে ট্রেড করছে।
মার্চ ত্রৈমাসিকের ফলাফল আসবে বাজারে
এখনও এই সংস্থার ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পায়নি। তাঁর আগেই ESOP-এর অধীনে যোগ্য কর্মীদের জন্য শেয়ার উপহার দেবার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আজ বুধবারই এই সংস্থার ত্রৈমাসিকের ফল প্রকাশ পাবে। আগের ত্রৈমাসিকে অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে ১৬.২ কোটি টাকা নিট মুনাফা করেছিল এই সংস্থা। ২০২২-২৩ অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায় যে মুনাফা ৯৭ শতাংশ বেড়েছিল। ডিসেম্বর ত্রৈমাসিকে বার্ষিক ভিত্তিতে সংস্থার আয় ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৭৮৯ কোটি টাকা।
ESOP বিতরণের পর সংস্থার আশা
বহু সংস্থাই ESOP বিতরণ করে তাঁদের কর্মীদের কাজে আরও বেশি উৎসাহিত করার চেষ্টা করে। সংস্থার বৃদ্ধিতে কর্মীদের অবদানকে পুরস্কৃত করে সংস্থা। ভাল মেধাবী দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এবং সংস্থার সঙ্গে যুক্ত রাখতে ESOP-এর অধীনে শেয়ার বরাদ্দ করছে Nykaa। এর মাধ্যমে সংস্থার সামগ্রিক কর্মক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Stock Market: মোদি-শাহের ভরসাতেই রেকর্ড ভারতের শেয়ার বাজারে ! মূলধন পেরোল ৫ ট্রিলিয়ন ডলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)