Aadhaar Card: আধার জাল করলে রয়েছে এই সাজা, বড় জরিমানা-সহ কত বছরের জেল ?
Pan Card: জাল প্যান কার্ড এবং আধার কার্ড থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন। জেনে নিন এই সংক্রান্ত নিয়ম।
Pan Card: স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে সরকারি স্কিমে সুবিধা পাওয়া সব কিছুর জন্যই এখন আপনার আধার কার্ড (Aadhaar Card) দরকার। পাশাপাশি ব্যাঙ্ক (Bank News) ছাড়াও গুরুত্বপূর্ণ কাজের জন্য লাগে প্যান কার্ডের (Pan Card) মতো নথি। তবে আজকাল অনেকে অসাধু চক্র এই দুই কার্ড জাল করে থাকে। জানেন, এই প্রতারণার জন্য তাদের কী সাজা হতে পারে ?
জাল আধার কার্ড ব্যবহারের জন্য এই শাস্তি রয়েছে
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই), ভারত সরকারের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আধার কার্ড তৈরি ছাড়াও এর সঙ্গে সম্পর্কিত সব পরিষেবার তত্ত্বাবধান করে। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, জাল আধার কার্ড থাকা বেআইনি। যদি কেউ জাল আধার কার্ড ব্যবহার করে, তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জাল আধার কার্ড একেবারেই ব্যবহার করবেন না।
জাল প্যান কার্ড ব্যবহারের জন্য এই শাস্তি
সরকার যেমন প্রত্যেককে একটি আধার নম্বর দিয়ে থাকে , একইভাবে সরকার ইউনিক প্যান নম্বর দেয়। প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার এটি প্রয়োজন। কেউ যদি কোনও ধরনের জাল বা নকল প্যান কার্ড রাখেন, তাহলে সেই ব্যক্তিকে সমস্যায় পড়তে হতে পারে।
সমস্ত প্যান কার্ডের তথ্য ভারতের আয়কর বিভাগের কাছে রয়েছে। কিন্তু জাল প্যান কার্ডের তথ্য আয়কর দফতরের কাছে নেই। আপনি যদি একটি জাল প্যান কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার 10,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৩১ ডিসেম্বরের মধ্য়ে করতে হবে এই কাজ
2024 সাল শেষ হওয়ার হাতে রয়েছে আর কিছুদিন। এই পরিস্থিতিতে বছর শেষের আগে করতে হবে অনেক গুরুত্বপূর্ণ কাজ। নির্দিষ্ট সময়সীমার আগে এই কাজ না করলে দিতে হবে জরিমানা। জেনে নিন, কোন কাজগুলি না করলে সমস্যা বাড়বে আপনার।
আয়কর দেওয়ার বিষয়
আপনি যদি 2023-24 আর্থিক বছরের জন্য ITR ফাইল করা মিস করে থাকেন, তাহলে আপনার কাছে 31 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর পাশাপাশি, অগ্রিম কর দেওয়ার তারিখ 15 ডিসেম্বর। 100 শতাংশ অগ্রিম কর 15 মার্চের মধ্যে দিতে হয়। 45 শতাংশ অগ্রিম কর ১৫ সেপ্টেম্বরের মধ্যে, ৭৫ শতাংশ ১৫ ডিসেম্বরের মধ্যে এবং ১০০ শতাংশ ১৫ মার্চের মধ্যে জমা দিতে হয়।
IPO Update: এই আইপিও লিস্টিংয়েই দিতে পারে ৯০ শতাংশ লাভ, জিএমপি দেখে অবাক হবেন