Fixed Deposit: অগাস্টের শুরুতেই সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিটে এবার বেশি মুনাফা
FD Interest Rate: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ১ অগাস্ট ২০২৪ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর চালু হল নতুন সুদের হার। তবে সব মেয়াদের জন্য সুদের হার বদলায়নি এই ব্যাঙ্কে।
![Fixed Deposit: অগাস্টের শুরুতেই সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিটে এবার বেশি মুনাফা Fixed Deposit Bank of India Revises Interest Rate in FD check New Rates Fixed Deposit: অগাস্টের শুরুতেই সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিটে এবার বেশি মুনাফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/18398dd2eb0fe33ee4062a91fb6964de1722493955080900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bank of India FD: কিছুদিন আগেই এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছিল। প্রবীণ নাগরিকদের জন্য বাড়িয়েছিল সুদ। শুধু তাই নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্কও তাদের সুদের হারে (Fixed Deposit) বদল এনেছিল। এবার অগাস্ট মাস পড়তেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সুদের হারে (FD Interest Rate) বদল আনল। ৩ কোটির কম আমানত এবং ৩ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত আমানতের উপর সুদের হার বদলে দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদে (Bank of India Interest Rate) কোথায় কত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দেখে নিন এক নজরে।
সবথেকে বেশি সুদ কোন মেয়াদে
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ১ অগাস্ট ২০২৪ থেকেই ফিক্সড ডিপোজিটের উপর চালু হল নতুন সুদের হার। তবে সব মেয়াদের জন্য সুদের হার বদলায়নি এই ব্যাঙ্কে। শুধুমাত্র ৬৬৬ দিনের মেয়াদে ৩ কোটির কম আমানতের উপর সুদের হার বাড়িয়ে এখন থেকে ৭.৩০ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
প্রবীণ নাগরিকদের জন্য সুবিধে
তবে একইসঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা পাওয়া যায় এই ব্যাঙ্কেও। ৬০ বছর থেকে ৮০ বছর বয়সী নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ মেলে। আর ৮০ বছরের বেশি বয়সীদের জন্য ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ৬৫ বেসিস পয়েন্ট সুদ বেশি পাওয়া যায়।
জেনে নিন নতুন সুদের হার (৩ কোটির কম আমানতে)
৭ দিন থেকে ৪৫ দিনে – ৩ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিনে- ৪.৫০ শতাংশ
১৮০ থেকে ১ বছরের কম দিনে- ৬ শতাংশ
১ বছর থেকে ২ বছরের আমানতে- ৬.৮০ শতাংশ
৬৬৬ দিনের আমানতে- ৭.৩০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের আমানতে- ৬.৭৫ শতাংশ
৫ থেকে ১০ বছর পর্যন্ত- ৬ শতাংশ
HDFC ব্যাঙ্কেও তাদের সুদের হার বদলেছে কিছুদিন আগেই। এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩ শতাংশ থেকে শুরু করে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে ফিক্সড ডিপোজিটের উপরে। এই সুদ সাধারণ নাগরিকের জন্য, তবে প্রবীণ নাগরিকের জন্য সুদের হার ৩.৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ সুদ দেবে এইচডিএফসি ব্যাঙ্ক।
ICICI ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপর ২ জুলাই সুদের হার বাড়িয়েছিল। সুদের হারে বদল এনেছে অ্যাক্সিস ব্যাঙ্কও। অ্যাক্সিস ব্যাঙ্কে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)