Fixed Deposit: ৩ বছরের জন্য FD করবেন ? এই ৬ ব্যাঙ্কে মিলেছে বেশি রিটার্ন
FD Interest Rate: ৩ বছরের মেয়াদে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে মিলেছে সবথেকে বেশি সুদ ৭.২৫ শতাংশ, আর তাছাড়া প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কেই ৩ বছরের মেয়াদে মিলেছে ৭.৭৫ শতাংশ।
![Fixed Deposit: ৩ বছরের জন্য FD করবেন ? এই ৬ ব্যাঙ্কে মিলেছে বেশি রিটার্ন Fixed Deposit these banks gave highest returns on 3 year FD Fixed Deposit: ৩ বছরের জন্য FD করবেন ? এই ৬ ব্যাঙ্কে মিলেছে বেশি রিটার্ন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/b6a92ad27cf5607543f3406ae3b296dc1720514689682900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
FD Interest Rate: এখন রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট অনেকটাই বেশি। এর ফলে একদিকে যেমন EMI-এর উপর অনেক চাপ পড়ছে, তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করলে তাতেও অনেক বেশি পরিমাণে সুদ মিলছে। বেশিরভাগ ব্যাঙ্কেই এখন উচ্চ হারে মিলছে সুদ। আর কেউ যদি চান এখনকার উচ্চ সুদের লাভ নিতে, তাহলে এখন কোনও ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (FD Interest Rate) করিয়ে রাখতে পারেন আগামী তিন বছরের জন্য। তাতে পরে সুদের হার কমলেও আপনার আমানতে বেশি সুদই পাবেন।
কম সময়ের মেয়াদে কিছু কিছু ব্যাঙ্কে উচ্চ হারে সুদ দেয়। সাধারণত ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করা যায়। দেখা গিয়েছে কিছু কিছু ব্যাঙ্কে ৩ বছরের মেয়াদে মিলছে উচ্চহারে সুদ। আপনি যদি ৩ বছরের জন্য টাকা জমাতে চান ফিক্সড ডিপোজিটের (FD Interest Rate) মাধ্যমে, তাহলে দেখে নিন কোন ৬ ব্যাঙ্কে বিগত ৩ বছরে বেশি রিটার্ন দিয়েছে ফিক্সড ডিপোজিটে।
৩ বছরের মেয়াদে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে মিলেছে সবথেকে বেশি সুদ ৭.২৫ শতাংশ, আর তাছাড়া প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কেই ৩ বছরের মেয়াদে মিলেছে ৭.৭৫ শতাংশ। তারপর এইচডিএফসি ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে মিলেছে ৭ শতাংশ রিটার্ন। ICICI ব্যাঙ্কেও সুদের হার একই।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ।
HDFC ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ।
ICICI ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭৫ শতাংশ।
স্টেট ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৭.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ।
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৭ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬০ শতাংশ।
ব্যাঙ্ক অফ বরোদায় ৩ বছরের এফডিতে সুদ মিলেছে ৬.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Multibagger Stock: ৩২ টাকার স্টক এখন প্রায় ২৫০ টাকা ! পকেট ভরিয়েছে এই PSU স্টক- আরও বাড়বে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)