Union Bank of India: এই ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা RBI-এর, সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা?
Union Bank Of Bank: জালিয়াতি এবং ঋণ অনুত্পাদিত সম্পদ সংক্রান্ত নির্দেশ পালন করেনি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
কলকাতা: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এক কোটি টাকা জরিমানা ধার্য করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। জালিয়াতি এবং ঋণ অনুত্পাদিত সম্পদ সংক্রান্ত নির্দেশ পালন করেনি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। ২০১৯ সাল পর্যন্ত ইউনিয়ন ব্যাঙ্কের আর্থিক অবস্থার বিষয়টি খতিয়ে দেখেছিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই ঘাটতির জন্য উনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ১ কোটি টাকা জরিমানা করেছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানান হয়েছে, বার্ষিক রিপোর্টেও সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন প্রকাশ করা হয়নি। আরবিআই একটি বিবৃতিতে বলেছে যে ব্যাঙ্কের মার্চে আর্থিক অবস্থার উল্লেখ করেছিল। প্রাথমিকভাবে সতর্কতা সত্ত্বেও একটি অ্যাকাউন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি ইউনিয়ন ব্যাঙ্ক। তাই ইউনিয়ন ব্যাঙ্ককে শোকজ নোটিশ ধরিয়ে জানতে চাওয়া হয় বাকি হিসেব।
এই ঘটনার পর সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইউনিয়ন ব্যাঙ্কের শেয়ার ১.৬০ শতাংশ পড়ে গিয়েছিল। বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম পড়ছিল ৪৩ টাকার মতো।
কেন্দ্রীয় ব্যাঙ্ক অবশ্য যোগ করেছে যে এই জরিমানাটি নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলির উপর ভিত্তি করে করা হয়েছে এবং তার গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কের দ্বারা প্রবেশ করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতার উপর উচ্চারণ করার উদ্দেশ্যে নয়।
ইউনিয়ন ব্যাঙ্কের তরফে সেই শোকজ নোটিশের জবাব দেওয়া হয়। সেইসঙ্গে মৌখিকভাবে যা জানানো হয়েছে, তাতে ইউনিয়ন ব্যাঙ্ক যে কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘন করেছে।
এদিকে, আগামী মাসের জন্য ইতিমধ্যেই ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তাই ডিসেম্বরে ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন এই তালিকা। ডিসেম্বরে রাজ্য ভিত্তিক ছুটির পাশাপাশি রয়েছে সপ্তাহ শেষের ছুটি। সব মিলিয়ে ১২ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে। তবে এই ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভর করবে ব্যাঙ্কের ছুটির তালিকা। দেখে নিন ডিসেম্বরে ব্যাঙ্কে কোথায় কবে ছুটি।