Gautam Adani: ২৫ কোটি ডলার ঘুষ দিতে চেয়েছিলেন, আমেরিকায় আইনি চাপে গৌতম আদানি
Gautam Adani News: আমেরিকার নিউইয়র্ক আদালতে আদানি (Gautam Adani) সহ তাঁর সংস্থার আরও ৭ জনের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের ঘুষ দেওয়া ও জালিয়াতির অভিযোগ উঠেছে।
Gautam Adani News: ভারতের অন্যতম ধনকুবের আদানি গ্রুপের (Adani Group) চেয়ারম্যান গৌতম আদানি আবারও বিপাকে। আমেরিকার নিউইয়র্ক আদালতে আদানি (Gautam Adani) সহ তাঁর সংস্থার আরও ৭ জনের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের ঘুষ দেওয়া ও জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে যে গৌতম আদানি সহ এই ৭ জন আমেরিকায় (US Bribe Case) তাদের ২ বিলিয়ন ডলারের সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প চালু করার জন্য আধিকারিকদের ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিলেন।
আমেরিকায় আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে
আমেরিকায় নিউইয়র্ক আদালতের আইনজীবীরা অভিযোগ করেছেন যে গৌতম আদানি এবং তাঁর সংস্থার বেশ কয়েকজন মানুষ আমেরিকার বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য সেখানকার বিনিয়োগকারীদের মিথ্যে কথা বলেছেন এবং এর পাশাপাশি মার্কিনি আইন ভঙ্গের অভিযোগ উঠেছে আদানি গ্রিন এনার্জি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর সাগর আদানি এবং এমডি সিইও নিভিত জৈনের বিরুদ্ধে। ব্লুমবার্গ প্রতিবেদন অনুসারে আমেরিকার গোয়েব্দা বিভাগের আধিকারিকরা গৌতম আদানির এই ঘুষ দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন। এই প্রকল্প চালু করার জন্য আদৌ তারা ঘুষ দিয়েছিলেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।
ঋণ ও বন্ডের মাধ্যমে ৩ বিলিয়ন ডলার সংগ্রহ
সংবাদসূত্রে জানা গিয়েছে আদানি গ্রিন এনার্জির পূর্বতন সিইও বিনীত জৈন ঋণদাতা ও বিনিয়োগকারীদের থেকে নিজেদের দূর্নীতি ঢেকে বাজার থেকে ঋণ ও বন্ডের মাধ্যমে ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন। আদালতের আইনজীবীদের অভিযোগ যে, গৌতম আদানির সঙ্গে বেশ কিছু ষড়যন্ত্রকারীর যোগ ছিল যাদের কোড নেম ছিল নিউমেরো উনো এবং দ্য বিগ ম্যান। আর সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর ফোনের মাধ্যমে এই ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়টি পরিচালনা করেছিলেন।
গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের উপর সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ উঠেছে, শুধু তাই নয় গৌতম আদানি আবার মার্কিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিভিলের কাছেও অভিযুক্ত হয়েছে প্রতারণার দায়ে। মার্কিনি মুলুকের ঘুষ বিরোধী আইন, বৈদেশিক দুর্নীতি আইন ভঙ্গের অভিযোগে এই ষড়যন্ত্রের দায়ে আরও ৪ জন অভিযুক্ত হয়েছেন। মার্কিনি আইনজীবীদের মধ্যে একজন প্রতিনিধিস্থানীয় ব্রায়ান পিস ব্রুকলিনে জানিয়েছেন যে অভিযুক্তদের কাউকেই এখনও আটক করেনি মার্কিনি পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bank Interest Rate: ব্যাঙ্কের ঋণে এবার কমবে সুদের হার ? আমজনতাকে স্বস্তি দিতে কী বললেন অর্থমন্ত্রী ?