GDP Growth Rate: বৃদ্ধির গতি শ্লথই, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৪ শতাংশ, পূর্বাভাসের চেয়েও কম
Indian Economy:২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP-র হার ৪.৬ শতাংশ থাকবে বলে আগে ভবিষ্যদ্বাণী করেছিল রয়টার্স।
নয়াদিল্লি: অর্থনীতির গতিবৃদ্ধি নিয়ে লাগাতার আশার বাণী শোনা গেলেও, এখনই যে পরিস্থিতি থেকে মুক্তি নেই, ফের একবার তার প্রমাণ মিলল। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছে, অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি ছিল শ্লথই (GDP Growth Rate)। কারণ ওই সময়ে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল ৪.৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরের চেয়েও কম এই হার, যা কিনা ৬.৩ শতাংশ ছিল। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ (Indian Economy)।
অক্টোবর-ডিসেম্বর মাসে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি ছিল শ্লথই
২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ GDP-র হার ৪.৬ শতাংশ থাকবে বলে আগে ভবিষ্যদ্বাণী করেছিল রয়টার্স। কিন্তু তৃতীয় ত্রৈমাসিকে তার চেয়েও বৃদ্ধির গতি যে শ্লথ ছিল, তার প্রমাণ মিলল সরকারি পরিসংখ্যানেই।
মঙ্গলবার এই পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্রীয় রাশি এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। তাতেই দেখা যায়, পূর্বাভাসের চেয়েও ঢের পিছিয়ে রয়েছে বৃদ্ধি। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২২-'২৩ অর্থবর্ষের সামগ্রিক বৃদ্ধি ৭.০ শতাংশে গিয়ে ঠেকতে পারে, ২০২১-'২২ অর্থবর্ষে যা ছিল ৯.১ শতাংশ। বার্ষিক হিসেবের নিরিখে, ২০২২-'২৩ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ছিল ৬.৩ শতাংশ।
भारत की GDP ग्रोथ में बड़ी गिरावट
— Congress (@INCIndia) February 28, 2023
• तीसरी तिमाही में GDP ग्रोथ 4.4% रह गई
• पहली तिमाही में GDP ग्रोथ 13.5% थी
GDP ग्रोथ पहले तिमाही के मुकाबले आधी भी नहीं रही। यह आर्थिक मोर्चे पर बड़ा झटका है।
GDP की सुस्त चाल का मतलब- देश में कम निवेश, जेब में कम पैसा, रोजगार का संकट। pic.twitter.com/oBxRyUdo5s
কেন্দ্র জানিয়েছে, ২০২১-'২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের ডিজিপি ছিল ৩৮.৫১ লক্ষ কোটি টাকা। সেই নিরিখে ২০২২-'২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছিল ৪০.১৯ লক্ষ কোটি। অর্থাৎ বৃদ্ধির হার ৪.৪ শতাংশ।
শুরুতে ৭ শতাংশের পূর্বাভাস দিলেও, ২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের GDP ৬.৮ শতাংশে থাকতে পারে বলে গত ডিসেম্বর মাসে জানায় রিজার্ভ ব্যাঙ্ক। তৃতীয় ত্রৈমৈসিকে বৃদ্ধির হার ৪.৪ শতাংশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল তারা। আন্তর্জাতিক ভূরাজনৈতিক টানাপোড়েন, বিশ্ব জুড়ে অর্থনৈতিক টানাপোড়েনের জেরেই বৃদ্ধির সম্ভাবনা ধরাছোঁয়ার বাইরে রাখার পক্ষপাতী ছিল না রিজার্ভ ব্যাঙ্ক। আগের তুলনায় এখন অর্ধেক বৃদ্ধিও নেই বলে দাবি করেছে তারা। এর অর্থ দেশে বিনিয়োগ নেই, সাধারণ মানুষের পকেটে টান এবং বেকারত্ব বাড়ছএ বেল মত তাদের।
শ্লথ গতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছে কংগ্রেস
এ দিকে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার জানিয়েছে, ২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.৮ শতাংশ হতে পারে। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কও জানিয়েছে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬.৮ শতাংশে থাকতে পারে বলে। তাই তৃতীয় ত্রৈমাসিকের এই শ্লথ গতি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছে কংগ্রেস।