Stock Crash: ৫ দিনে ৩৯ শতাংশ ধস ! পরপর লোয়ার সার্কিট ! এই স্টকে বড় লোকসান বিনিয়োগকারীদের
Gensol Engineering Share: গতকালের বাজারেও এক ধাক্কায় ১০ শতাংশ পতন এসেছে এই স্টকে, ৫ দিনে ৩৯ শতাংশ দাম কমেছে এই স্টকের।

Gensol Engineering Ltd Stock: এই স্টকে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের। টানা ৫টি সেশনে ৩৯ শতাংশ পতন এসেছে স্টকের দামে। গতকালের বাজারেও এক ধাক্কায় ১০ শতাংশ পতন এসেছে এই স্টকে এবং বাজার বন্ধের সময় এই স্টকের দাম (Stock Price) ছিল ৩৩৫.৩৫ টাকা। মূলত CARE এবগ ICRA সংস্থার মাধ্যমে ক্রেডিট রেটিং কমে যাওয়ার কারণে হু হু করে কমতে শুরু করেছে এই স্টকের দাম এবং স্বল্পমেয়াদে লিকুইডিটি মিসম্যাচও (Stock Price Crash) দেখা যাচ্ছে এই সংস্থার স্টকে।
সংস্থার নাম জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। বুধবার এই ক্রেডিট কমে যাওয়ার কারণেও লোয়ার সার্কিট লেগেছিল এই স্টকে। আর বিগত ৫টি ট্রেডিং সেশনে স্টকের দাম কমে গিয়েছে ৩৯.০৭ শতাংশ। বিনিয়োগকারীদের বড়সড় লোকসান হয়েছে এই স্টকে। আর তাই বিনিয়োগকারীদের সন্ত্রস্ত হওয়া থেকে বিরত রাখতে এই সংস্থা জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, 'জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্বীকার করছে সম্প্রতি CARE এবং ICRE সংস্থার ক্রেডিট রেটিং খারাপ দেওয়ার মূল কারণ শর্ট টার্ম লিকুইডিটি মিসম্যাচ যা এখন ধীরে ধীরে গ্রাহকদের পেমেন্টের মাধ্যমে কেটে যাচ্ছে। কোনও ভুয়ো আরোপ আমাদের উপরে নেই এবং এই বিষয়ে আরও তদন্ত করার জন্য কমিটি গড়ছে সংস্থা।'
৪ মার্চ এই সংস্থার লং টার্ম ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করে 'ডিফল্ট' হিসেবে দেখিয়েছিল ICRA এবং জানিয়েছিল যে ঋণ সংক্রান্ত সমস্ত নথির কিছু কিছু যা সংস্থার পক্ষ থেকে জমা করা হয়েছিল তা ভুয়ো, লিকুইডিটি নিয়ে চিন্তা বাড়াবে এবং কর্পোরেট নজরদারির দাবি করে।
২০১২ সালে ভারতে তৈরি হয় এই জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড সংস্থা, মূলত পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এই সংস্থা অন্যতম শীর্ষস্থানীয়। সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট, কনস্ট্রাকশন ইত্যাদির পাশাপাশি ইলেকট্রিক মোবিলিটির ক্ষেত্রেও কাজ করে এসেছে এই সংস্থা। আর এই জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০০ পেশাদার কর্মী রয়েছেন সমস্ত ক্ষেত্র মিলিয়ে যা এই সংস্থাকে ভারতের সেরা ১০ ইপিসি সংস্থার অন্যতম করে তুলেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Defence Stock : শীঘ্রই ছুটবে এই প্রতিরক্ষা কোম্পানির স্টক, বিপুল টাকার অর্ডার পেয়েছে, এখন কিনবেন ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
