এক্সপ্লোর

Godrej Group Split: তালা-চাবি, সাবান থেকে AC-ফ্রিজ, ১২৭ বছরের রাজপাটে ধরল চিড়, ভাঙন গোদরেজ পরিবারে

Godrej Family: সংস্থাকে দু'টুকরো করার সিদ্ধান্ত গৃহীত হল।

নয়াদিল্লি: দরজায় ঝোলানো তালা থেকে স্নানঘরে রাখা সাবান, Godrej-এর সামগ্রী নেই, এমন বাড়ি মেলা ভার। ভারতীয় বহুজাতিক সংস্থা, সেই Godrej-এর অন্দরেই এবার ভাঙন। পরাধীন ভারতে, ১৮৯৭ সালে গোদরেজ পরিবারের হাত ধরে ভারতে যাত্রা শুরু হয় Godrej Group-এর। সেই থেকে দীর্ঘ ১২৭ বছর ধরে ভারতের বাজারে নিজস্ব পরিচিতি তৈরি হয়েছিল সংস্থার। এবার সেই সংস্থাকেই দু'টুকরো করার সিদ্ধান্ত গৃহীত হল। (Godrej Group Split)

সংস্থার তরফে জানানো হয়েছে, আদি গোদরেজ এবং তাঁর ভাই নাদিরের হাতে থাকবে Godrej Industries, যার পাঁচটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত। তাঁদের তুতো ভাই এবং বোন জামশেদ এবং স্মিতা শেয়ার বাজারে নথিভুক্ত না থাকা Godrej & Boyce এবং সহয়াক সংস্থাগুলি পাবেন, যার মধ্যে একটি ল্যান্ড ব্যাঙ্ক এবং মুম্বইয়ের বেশ কিছু বহুমূল্য সম্পত্তি রয়েছে। (Godrej Family)

এই বিভাজনের একদিকে, ৮২ বছর বয়সি আদি এবং ৭৩ বছর বয়সি নাদির, অন্য দিকে, ৭৫ বছর বয়সি জামশেদ এবং ৭৪ বছর বয়সি স্মিতা। Godrej & Boyce-সহ Godrej Group-এর ব্যবসা ছড়িয়ে রয়েছে এ্যারোস্পেস, বিমান পরিষেবা, প্রতিরক্ষা, আসবাব এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও। সেগুলি পরিচালনা করবেন জামশেদ। তিনি হবেন চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর। বোন স্মিতার মেয়ে নাউরিকা হোলকার এগজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন। যে ল্যান্ড ব্যাঙ্ক হাতে পাচ্ছেন তাঁরা, তাতে মুম্বইয়ের বুকে ৩ হাজার ৪০০ একর জমিও রয়েছে।

আরও পড়ুন: LPG Price: ভোটের মাঝেই স্বস্তি, মে মাসের শুরুতেই ফের কমল গ্যাসের দাম

Godrej Industries Group-এর (GIG) আওতায় শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থা Godrej Industries, Godrej Consumer Products, Godrej Properties, Godrej Agrovet, Astec Lifescience পরিচালনা করবেন আদি, নাদির এবং তাঁদের পরিবারের লোকজন। আদির ছেলে ফিরোজশা গোদরেজ GIG-এর এগজিকিউটিভ ভাইস চেয়ারপার্সন হবেন। ২০২৬ সালের অগাস্ট মাসে নাদিরের জায়গায় তিনি হবে চেয়ারপার্সন।

গোদরেজ পরিবারের তরফে এই ভাঙনকে যদিও 'মালিকানার পুনর্বিন্যাস' বলে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, অত্যন্ত সম্মানজনক ভাবে, ভাবনা-চিন্তা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা, যাকে নিজেদের মধ্যে কোনও মন কষাকষি না থাকে, মালিকানাও সুবিন্যস্ত থাকে, গোদরেজ পরিবারের প্রত্যেক সদস্যের ভাবনাই গুরুত্ব পায়।

আইনজীবী থেকে ব্যবসায় পা রাখা আর্দেশির গোদরেজ  এবং তাঁর ভাই ফিরোজশা গোদরেজ ১৮৯৭ সালে গোদরেজ সংস্থার প্রতিষ্ঠা করেন। গোড়ার দিকে চিকিৎসা সরঞ্জাম তৈরি করতেন তাঁরা। আদের্শির কোনও সন্তান ছিল না। ফলে ফিরোজশার হাতেই সংস্থার মালিকানা ওঠে। ফিরোজশার চার সন্তান ছিল, সোহরাব, দোসা, বুর্জর এবং নাভাল। পরবর্তীতে বুর্জরের সন্তান আদি ও নাদির, নাভালের সন্তান জামশেদ ও স্মিতার হাতে মালিকানা ওঠে। সোহরাবের কোনও সন্তান ছিল না। দোসার এক সন্তান, রিশাদ। কিন্তু তিনিও নিঃসন্তান। 

এতদিন ধরে সেভাবেই চলছিল সংস্থা। কিন্তু এবার ভাগাভাগি ঘটল। এই ভাগাভাগির আগে, সংস্থার বোর্ড থেকে প্রত্যেকেই পদত্যাগ করেন। আদি এবং নাদির Godrej & Boyce বোর্ড থেকে পদত্যাগ করেন, জামশেদ  Godrej Consumer Products এবং Godrej Properties-এর বোর্ড থেকে ইস্তফা দেন। এই ভাগাভাগির পর Godrej & Boyce থেকে নিজেদের শেয়ার হস্তান্তর করবেন আদি এবং নাদির। একই ভাবে Godrej Consumer Products এবং Godrej Properties থেকে নিজেদের শেয়ার হস্তান্তর করবেন জামশেদ এবং স্মিতা। 

এই ভাগাভাগি নিয়ে জামশেদ বলেন, "১৮৯৭ সালথেকে দেশ গঠনের লক্ষ্যে কাজ করে গিয়েছে Godrej & Boyce. ভবিষ্যৎমুখী এই চুক্তির ফলে আগামী দিনে জটিলতামুক্ত হয়ে নিজেদের  লক্ষ্যে এগোতে পারব আমরা, নিজেদের শক্তিবৃদ্ধি করতে পারব।" নাদিরের কথায়, "১৮৯৭ সালে স্বাধীন ভারতের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতেই Godrej-এর প্রতিষ্ঠা। মূল্যবোধ এবং বিশ্বাসে ভর করে এতদূর এগিয়েছি আমরা। আরও মনোযোগ এবং তৎপরতা সহকারে সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাব আমরা।"

Godrej & Boyce-এর যে জমি রয়েছে মুম্বইয়ে, তার জন্য একটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হবে। ওই ৩ হাজার ৪০০ একর জমির মধ্যে ৩০০ একর রয়েছে বিক্রোলীতে, তার মধ্যে ১০০০ একর জমি নির্মাণকার্যের উপযুক্ত বলে জানা গিয়েছে। বাকি ১ হাজার ৭৫০ একর ম্যানগ্রোভ অরণ্য, সেখানে বহু বিরল প্রজাতির গাছ এবং পাখি রয়েছে। ৩০০ একর জমি আগেই দখল হয়ে গিয়েছে। 

১৯৪১-'৪২ সালে বম্বে হাইকোর্টেরএ কটি নিলামে ওই জমিটি কেনেন ফিরোজশা। পার্সি নাবিক ফ্রামজি বানাজির জমি ছিল সেটি। ১৮৩০ সাল নাগাদ সেটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কিনেছিলেন ফ্রামজি। ১২৭ বছর পর এই প্রথন সংস্থায় ভাঙন ধরলেও, বেশ কয়েক বছর আগেই মুম্বইয়ের ওই জমিটি ভাগ করতে উদ্যত হয়েছিলেন জামশেদ। আইনজীবী জিয়া মোদি এবংইনভেস্টমেন্ট ব্যাঙ্কার নিমেশ কাম্পানি তাঁকে সাহায্য করছিলেন। অন্য দিকে, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের উদয় কোটাক এবং সিরিল অমরচাঁদ মঙ্গলদাস ফার্মের সিরিল শ্রফ সাহায্য করছিলেন আদিকে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Advertisement
for smartphones
and tablets

ভিডিও

Loksabha Election 2024: 'বিরোধীদের কিছু নেই তাই এত অভিযোগ', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় | ABP Ananda LIVELoksabha Election 2024: খানাকুলে বিজেপির উপপ্রধান আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেফতার ২ | ABP Ananda LIVELoksabha Election 2024: ভোটের আগের রাতে সালকিয়ায় সিপিএমের অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVELok Sabha Election: ভোট শুরু হতেই আরামবাগে অশান্তি, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ মিতালি বাগের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Lok Sabha Election 2024: আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
আজ বাংলায় ৭ আসনে ভোটগ্রহণ, বিপুল সংখ্যক স্পর্শকাতর বুথ! নিরাপত্তা কেমন?
Lok Sabha Election 2024: পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
পঞ্চম দফায় ভাগ্যপরীক্ষা রাহুল-স্মৃতিদের, এরাজ্যে কোন কোন কেন্দ্রে ভোট ? হেভিওয়েট প্রার্থী কারা ?
IPL 2024 Points Table: শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
শীর্ষে থেকেই শেষ করল কেকেআর, পয়েন্ট টেবিলে বাকি দলগুলি কে-কোথায়?
Mamata Banerjee Comment Controversy: 'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
'মিথ্যা কথা বলেছেন', প্রমাণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কার্তিক মহারাজের
Loksabha Elections 2024: বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির জেরে তুলকালাম বরানগরে
Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?
IPL 2024 Playoffs: কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
কেকেআরের প্রতিপক্ষ হায়দরাবাদ, প্লে অফে চার দলের লড়াই কবে-কোথায়?
Adhir Chowdhury: 'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
'এই বাংলায় যে মহিলা আমাদের খতম করেছেন, তাঁর সঙ্গে দোস্তি নয়', আজও স্পষ্ট বার্তা অধীরের
Embed widget