LPG Price: ভোটের মাঝেই স্বস্তি, মে মাসের শুরুতেই ফের কমল গ্যাসের দাম
LPG Price Cut: সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির দ্বারা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আজ ১ মে থেকে দেশের বেশ কিছু শহরে এলপিজি সিলিন্ডারের (LPG Price) দাম কমে গিয়েছে ১৯ টাকা হারে।
LPG Cylinder: দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে জোরকদমে। আর তাঁর মাঝেই এই নিয়ে দ্বিতীয়বার দাম কমল এলপিজি সিলিন্ডারের। সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির তরফে ফের একবার দাম কমানোর ঘোষণা করা হল। ১ মে থেকেই চালু হবে এই নতুন দাম। মুদ্রাস্ফীতির আবহে এবার খানিক স্বস্তি (LPG Price) মিলবে গ্রাহকদের। সিলিন্ডার পিছু ১৯ টাকা কমে গিয়েছে দাম। তবে এই দাম রান্নার গ্যাসের ক্ষেত্রে হলেও, গৃহস্থালির গ্যাস নয়, বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে ১০০ টাকা কমান হয়েছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম, এবার দাম কমল বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG Cylinder)।
কোন সিলিন্ডারের দাম কমল
সরকারি তেল ও গ্যাস বিপণনকারী সংস্থাগুলির দ্বারা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আজ ১ মে থেকে দেশের বেশ কিছু শহরে এলপিজি সিলিন্ডারের (LPG Price) দাম কমে গিয়েছে ১৯ টাকা হারে। আর এই দাম কমার সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে। গৃহস্থালির রান্নার গ্যাসের দামে এখন আর কোনও বদল নেই। এই গ্যাসের দাম আগের মাসেই কমান হয়েছিল ১০০ টাকা।
কোন শহরে কত দাম এলপিজি সিলিন্ডারের
১৯ টাকা কমানোর পর দিল্লিতে আজ ১ মে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম হয়েছে ১৭৪৫.৫০ টাকা। কলকাতায় একইভাবে ১৯ টাকা দাম কমে বাণিজ্যিক গ্যাসের (LPG Price) দাম হয়েছে ১৮৫৯ টাকা। মুম্বইবাসীদের এবার থেকে এই গ্যাসের সিলিন্ডারের জন্য দিতে হবে ১৬৯৮.৫০ টাকা। অন্যদিকে চেন্নাইতে আজ থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হল ১৯১১ টাকা।
ভোটের মাঝেই কমল দাম
লোকসভা নির্বাচন চলছে সারা দেশ জুড়ে। আর এর মাঝেই বাণিজ্যিক গ্যাসের দাম কমান হল সারা দেশে। এখনও পর্যন্ত দুটি দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখনও বাকি পাঁচ দফার ভোট। ১ জুন হবে শেষ দফার ভোট। তারপর আগামী ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল।
গত মাসেও দাম কমেছিল এলপিজি সিলিন্ডারের
গত মাসে ১ এপ্রিলেই বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম কমান হয়েছিল ৩৫ টাকা হারে। এর আগে টানা তিন মাস ধরেই বেশ খানিক বেড়ে গিয়েছিল এলপিজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ১ এপ্রিলের পর আবার ১ মে এক মাসের মাথায় আরও ১৯ টাকা কমান হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।
আরও পড়ুন: Petrol Diesel Price: BJP শাসিত এই রাজ্যে পেট্রোলের দর কমল ৬০ পয়সা, কলকাতায় জ্বালানি কত ?