Gold Price: ফের কমল সোনার দাম, স্বস্তি গ্রাহকদের- রাজ্যে আজ কত টাকায় বিকোচ্ছে সোনা ?
Gold Silver Rate Today on 30 August: ভাদ্র মাস পড়ে গিয়েছে, এখন বিয়ের মরশুম নেই। সোনার চাহিদা (Gold Price) খানিক কমবে। অগাস্ট মাসের শেষে সোনা কিনে খরচ করার আগে দেখে নিন রাজ্যে কত দরে বিকোচ্ছে সোনা।
Gold Silver Price: সোনার দাম আজ শুক্রবার ৩০ অগাস্ট মাস শেষের আগে কমে গেল খানিকটা। গতকালের থেকে সস্তায় পাবেন সোনা। তবে রুপোর দাম আজ আবার কিছুটা বেড়ে গিয়েছে। ভাদ্র মাস পড়ে গিয়েছে, এখন বিয়ের মরশুম নেই। সোনার চাহিদা (Gold Price) খানিক কমবে। অগাস্ট মাসের শেষে সোনা কিনে খরচ করার আগে দেখে নিন কত দরে রাজ্য জুড়ে বিকোচ্ছে সোনা।
আজকের সোনার দর (৩০ অগাস্ট, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭১৫৩ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৭৯৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫০৯ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৫৭৯ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৫,২৬২ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: New Jio Offer: বিনামূল্যেই পাবেন ১০০ জিবির ক্লাউড স্টোরেজ, জিও গ্রাহকদের জন্য বড় ঘোষণা আম্বানির