Gold Price : আজ কি স্বস্তি পেলেন গ্রাহকরা ? সোনার দাম কি কমল ?
Gold Price Today: সোমবারের সন্ধের দামের থেকে আজকের দাম খানিক কমে গেল সোনার। এবার কি সুযোগ পাবেন কেনার ?
Gold Rate: গতকাল সোমবার দু-বার দামে হেরফের দেখা গিয়েছিল। দুপুর ১২টা নাগাদ যে দাম ছিল, সন্ধেবেলায় সেই দামই বদলে যায়। সকালে দাম কমলেও সন্ধেয় বাড়তে দেখা যায় সোনার দাম। তবে সেই বর্ধিত দাম আজ মঙ্গলবার অনেকটাই কমে আসে। স্বস্তি পেলেন গ্রাহকরা (Gold Price Today)। সোমবারের সন্ধের দামের থেকে আজকের দাম খানিক কমে গেল সোনার। এবার কি সুযোগ পাবেন কেনার ? কিনতে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট। কোন সোনার দাম কত হল ? গহনা বানাতে চাইলে কত খরচ হবে আপনার ?
শেয়ার বাজারে যেমন সূচক ওঠানামা করে প্রতিদিন, তেমনই এই সোনার দামও প্রতিদিন কমে, বাড়ে। এমসিএক্সে সোনার ট্রেডে (Gold Price Today) দামের এই ওঠানামা লক্ষ্য করা যায়। জ্বালানি তেলের মত প্রতিদিনই কিছু কিছু সংস্থা এই সোনার দাম নির্ধারণ করে। সেদিনের রেটচার্ট প্রকাশ করে। দেশ জুড়ে একরকম দাম কোথাও থাকে না। কোনও রাজ্যে বেশি, কোনও শহরে কম। দেখে নেওয়া যাক আজ মঙ্গলবার বাংলা জুড়ে কত হল সোনার দাম। আগের দিনের থেকে কতটা কমল দাম ?
আজকের সোনার দর (১৯ মার্চ, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬৫৩০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৩০৮ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৯৪২ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫১৯৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭৪০৪৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
গত সপ্তাহে কত ছিল দাম
আগের সপ্তাহে মঙ্গলবার অর্থাৎ ১২ মার্চ তারিখে ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬৫৪০ টাকা প্রতি গ্রামে, ২২ ক্যারাট অর্থাৎ গয়নার সোনার দাম ছিল প্রতি গ্রামে ৬৩১৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৫২০৬ টাকা। আবার সেই দিনেই রুপোর দাম ছিল কেজিতে ৭৩২৭০ টাকা। আজকের দিনের হিসেবে ২৪ ক্যারাট সোনার দাম গ্রাম পিছু ১০ টাকা কমেছে, আবার ২২ ক্যারাট সোনার দাম কমেছে ১০ টাকা। রুপোর দাম আগের সপ্তাহের মঙ্গলবারের তুলনায় বেড়েছে অনেকটাই।
আরও পড়ুন: TCS Share: শেয়ার বিক্রি করবে টাটা সন্স, ৩ শতাংশ পড়ল টিসিএসের শেয়ারের দাম- এখন কি বেচে দেবেন ?