Gold Price Today : আবারও বিরাট কমল সোনার দাম, এই সপ্তাহেই পরপর ৩ দিন বড় পতন
বিয়ের মরশুম শুরু হওয়ার আগে তাই অনেকেই কিনে রাখছেন সোনা। আজ কলকাতায় কত টাকায় কিনতে পারবেন সোনা? চলুন দেখা যাক আজকের দাম

পরপর তিন দিন। সোম, মঙ্গল, বুধ - দাম কমল সোনার । সারা ভারতেই কমল এই মূল্যবান ধাতুর দাম। তাহলে কি বিয়ের মরশুমে মন ভরে যাবে সাধারণ মানুষের? কম খরচেই কিনতে পারবেন সোনার গয়না? তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম বিরাট কমার সম্ভাবনা কম। মাঝে কিছুটা কারেকশন হলেও ২০২৬ সালের মধ্যেই দেড় লাখ টাকা দিয়ে কিনতে হতে পারে ১০ গ্রাম সোনা (Gold Price)। তাই অনেকে 'বাই অন ডিপস'-এর নীতি নিয়েছেন। বিয়ের মরশুম শুরু হওয়ার আগে তাই অনেকেই কিনে রাখছেন সোনা। আজ কলকাতায় কত টাকায় কিনতে পারবেন সোনা? চলুন দেখা যাক আজকের দাম
আজকের সোনার দাম (২৯ অক্টোবর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৯০৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৩১০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৮৩৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯২৮৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৭০৩৮ |
*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
দেখে নিন গতকাল কত দাম ছিল
আজকের সোনার দাম (২8 অক্টোবর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২০৬১ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৪৬০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৯৭৫ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৪১০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৬১৫৪ |
বাজারে সোনায় বিনিয়োগের অনেক উপায় রয়েছে। সোনার গয়না তৈরি, সোনার বার কেনা ও ডিজিটাল সোনায় বিনিয়োগকে আশাব্যঞ্জক বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। সেরা বিনিয়োগ পদ্ধতি আপনার চাহিদার উপর নির্ভর করে। অতএব, ডিজিটাল সোনা কিনে আপনি সম্পূর্ণ নতুন ও আধুনিক উপায়ে বিনিয়োগ করতে পারেন। তবে সাবেকি বাঙালিরা এখনও সোনার গয়নাকেই বিনিয়োগের উত্তম মাধ্যম হিসেবে মনে করেন। সোনার গয়নাকে বিপদের সময় বড় ভরসা ভাবেন। তাই এখনও ছেলে-মেয়ের বিয়েতে উপহার হিসেবে সোনা দিতে চান সাধারণ মানুষও। সোনার দাম কমা সকলের কাছেই স্বস্তির খবর নিঃসন্দেহে।






















