Gold Price Today : অক্ষয় তৃতীয়ার আগে প্রায় ১ লাখি সোনা! কলকাতায় আজ কত দাম? আরও বাড়বে?
২৪ ক্যারাটের পাকা সোনার দাম যেখানে পৌঁছাল, সেখানে জিএসটি যোগ করে মোটামুটি লাখ ছুঁয়ে যায়।

তরতর করে বাড়ছে সোনার দাম। অক্ষয় তৃতীয়ার আগেই তা স্পর্শ করতে পারে এক লাখে। এমন সম্ভাবনা ছিলই। এবার তা ঘোর বাস্তব। ২৪ ক্যারাটের পাকা সোনার দাম যেখানে পৌঁছাল, সেখানে জিএসটি যোগ করে মোটামুটি লাখ ছুঁয়ে যায়। কলকাতায় গত এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে ১৯১০ টাকা বেড়ে গিয়েছে। একইভাবে ২২ ক্যারাট সোনার দাম এই সপ্তাহের মধ্যেই বেড়ে গিয়েছে ১৭৫০ টাকা। কলকাতায় সপ্তাহের শুরুতে কত হল সোনার দাম, চলুন দেখে নেওয়া যাক। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম কত হল সোমবার
আজকের সোনার দাম ( ২১ এপ্রিল ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৬৪৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯১৬৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৭৭৬ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৫২৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৭,০৪৭ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
মাসের শেষে ৩১ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই সময় সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকে। পুরো বৈশাখ মাসটাতেই সোনা কেনার হিড়িক পড়ে যায়। তবে এবার কি চিত্রটা বদলে যাবে ? কলকাতায় নিখাদ সোনার দাম ১ লাখ ছুঁই ছুঁই। ৯০ হাজার পেরিে গিয়েছে গয়নার সোনার দাম। এই সময়ে সোনার অলঙ্কারের দোকানে নানা অফারও চলে। মেকিং চার্জে নানারকম ছাড় দেওয়া হয়। এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এবার বাড়তে বাড়তে সোনার দাম যেখানে গিয়ে ঠেকছে, তাতে এই ছাড় দিয়েও ক্রেতাদের কতটা টানা যাবে তা নিয়ে সন্দিহান অনেকেই। চিন্তায় স্বর্ণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ও শুক্রবারও দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৯৮ হাজার টাকা হয়ে গিয়েছিল। আর সোমবার সকালে দেশের কয়েকটি জায়গায় ট্যাক্স সহ লাখের উপর চলে গেল পাকা সোনার দাম।
ভারতীয় ঐতিহ্যে সোনা ও রুপোর বিশেষ গুরুত্ব রয়েছে। এগুলি কেবল বিনিয়োগের মাধ্যম নয়, অনেকেই সোনার সঙ্গে জুড়ে থাকে মানুষের মঙ্গলকামনা। সোনা মানে আভরণ, সোনা মানে আহ্লাদ, সোনা মানেই সমৃদ্ধি। উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে সোনার যথেষ্ট ব্যবহার আছে।






















