Gold Price: আজও কি সস্তায় সোনা কিনতে পারবেন ? প্রতি গ্রামের দাম বদলে কত হল ?
Gold Price on 27 November: সোনার দাম আজ সকালে ২৪ ক্যারাটের প্রতি গ্রামে ছিল ৭৫৫৯ টাকা আর দুপুরের পর দাম বদলে হল ৭৬০৪ টাকা। উপোর দাম এখন কেজিতে ৮৯,৪২৯ টাকা।
Gold Price: সোনার দাম গতকাল যেমন খানিক সস্তা হয়েছিল, স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা, আজ কিন্তু দাম ফের বদলে গিয়েছে। সোনার দাম (Gold Price) আজ আবার বেড়েছে আগের স্তর থেকে। আজ সকালেই গতকালের থেকে দাম চড়ে যায় সোনার (Gold Silver Rate) তারপরে আজ বুধবার ২৭ নভেম্বর দুপুরে আরও বাড়ে সোনার দাম। রুপোর দামও আজ অনেকটাই বেড়েছে। সোনার দাম আজ সকালে ২৪ ক্যারাটের প্রতি গ্রামে ছিল ৭৫৫৯ টাকা আর দুপুরের পর দাম বদলে হল ৭৬০৪ টাকা। রুপোর দাম এখন কেজিতে ৮৯,৪২৯ টাকা। কিনতে গেলে এখন কত খরচ হবে ? স্বস্তির দিন কি শেষ গ্রাহকদের ?
আজ সকালের সোনার দাম (২৭ নভেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৫৫৯ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২০৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৮৯৬ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯১৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,২৬৭ |
সোনার দর বদলে হল (২৭ নভেম্বর, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৬০৪ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২২৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯২০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯৩১ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৪২৯ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার বিশুদ্ধতা
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।