Gold Price Today :পুজোর আগে কমবে সোনার দাম? ধনতেরসের আগেই মহা-ধামাকা? আজ কত সোনার দাম?
২৪ ক্যারাট সোনার দামেও বড় উত্থান ঘটে । দেখা নেওয়া যাক আজ কি তবে দাম কমল ? আজ সোনা কিনতে কত খরচ হবে আপনার ?

Gold Price: সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা গিয়েছে বুধবার । বেশ কিছুদিন ধরেই অল্প অল্প করে বেড়ে চলছিল সোনার দাম। এরপর ৩ রারিখ পুজোর আগেই রেকর্ড লাফ (Gold Rate) দিল সোনার দাম। গতকাল, বুধবার, বাংলার বাজারে সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল ২২ ক্যারাট সোনার দাম। এই ২২ক্যারাট সোনা দিয়েই বেশির ভাগ গয়না তৈরি হয়। ২৪ ক্যারাট সোনার দামেও বড় উত্থান ঘটে । দেখা নেওয়া যাক আজ কি তবে দাম কমল ? আজ সোনা কিনতে কত খরচ হবে আপনার ?
আজকের সোনার দাম (০৪ সেপ্টেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১০৫৫০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০০২৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯৬০০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৮২৩০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,২২,৯৯২ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )






















