Gold Price: আজ সামান্য বাড়ল সোনা, কমল রুপোর দাম, রাজ্য়ে কত চলছে রেট ?
Gold Rate Today: মার্কেট অ্যানলিস্টরা মনে করছেন, এবার শেয়ার বাজারের (Stock Market) পাশাপাশি ছুটবে সোনার দাম। বিশেষ করে ভারতে উৎসবের মরসুমে এই দাম আকাশ ছুঁতে পারে।
Gold Rate Today: বাজার বিশেষজ্ঞদের (Gold Market In India) ধারণাই সত্যি হল । ফের বাড়তে শুরু করল সোনার দাম (Gold Price)। মঙ্গলবার সামান্য বেড়েছে সোনা। যদিও মার্কেট অ্যানলিস্টরা মনে করছেন, এবার শেয়ার বাজারের (Stock Market) পাশাপাশি ছুটবে সোনার দাম। বিশেষ করে ভারতে উৎসবের মরসুমে এই দাম আকাশ ছুঁতে পারে।
সামনেই বিয়ের মরসুম, সোনার দাম ছুটবে
বাজার বিশেষজ্ঞরা বলছেন, আজ সোনার দামে সামান্য বৃদ্ধি আগামী দিনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শীতের বিয়ের মরসুমে সোনার দাম আকাশ ছুঁতে পারে। সেই ক্ষেত্রে প্রায় এক লাখ টাকা ছুঁতে পারে গোল্ড রেট। তাই সুযোগ পেলে 'বাই অন ডিপ' করতে বলছেন মার্কেট অ্য়ানালিস্টরা।
যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
আজকের সোনার দর ( ৬ নভেম্বর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৮৩৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৪৪৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭১৩০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬১১১ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৪,১০৬ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Office Schemes: মাসে ৭ হাজার টাকা দিয়ে পান ১০ লাখ, জানেন পোস্ট অফিসের এই স্কিমের নাম ?