Gold Price: সপ্তাহান্তে সোনার দাম বাড়ল না কমল ? ১ ভরি সোনার গয়নায় আজ কলকাতায় কত খরচ ?
Gold Silver Price on 6 August: বাঙালির যা কিছু শুভ, তাই সোনা। পুজো-পার্বণ থেকে বিয়ে-অন্নপ্রাশণ, সোনার ছোঁয়ায় সবকিছুই শুভ হয়ে যায়। এমনটাই মনে করেন অনেকে। তাই কোনও শুভ কাজে সোনা কেনার রীতি রয়েছে।

Gold Rate Today: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে পেট্রোল ডিজেলের মত। তবে বেশ কিছুদিন ধরে সোনার দাম উর্ধ্বমুখী বাংলা তথা কলকাতার বাজারে। সোনা (Gold Price) কিনতে এবার পকেটে টান পড়বে গ্রাহকদের। গতকালের থেকেও আজ শনিবার সপ্তাহান্তে এসে দাম বাড়ল সোনা ও রুপোর। দেশে গত ৩ সেপ্টেম্বর জিএসটি সংস্কার হয়েছে কেন্দ্র সরকারের অনুমোদনে। কিন্তু সোনার দামে জিএসটি কমেনি। আগের মতই ৩ শতাংশ জিএসটি ধার্য হবে সোনায়। ফলে সোনার দাম কমেনি দেশে।
বাঙালির যা কিছু শুভ, তাই সোনা। পুজো-পার্বণ থেকে বিয়ে-অন্নপ্রাশণ, সোনার ছোঁয়ায় সবকিছুই শুভ হয়ে যায়। এমনটাই মনে করেন অনেকে। তাই কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগ থেকে বেশি (Gold Silver Price) লাভ পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায় গয়নার সোনার দাম বাড়লে । সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। গয়নার সোনা মূলত ২২ ক্যারাট। হিরে বা পাথর বসানো গয়নার ক্ষেত্রে ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয়। তবে সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
আজকের সোনার দাম (০৬ সেপ্টেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১০৬৯০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০১৫৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৯৭২৭ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৮৩৪০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,২৩,৪৮৫ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার আগে কী কী যাচাই করবেন
- হলমার্ক যাচাই করুন: সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখে নিন। ভারতে 'BIS হলমার্ক' বাধ্যতামূলক ।
- বিশুদ্ধতা: আপনি যে সোনা কিনছেন তার ক্যারেট কত, তা জেনে নিন, যাচাইকরে নিন। সাধারণত, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে খাঁটি , ৯৯.৯%। গয়না তৈরির জন্য ২২ ক্যারেট সোনা, ৯১.৬%।
- ওজন : সোনা কেনার আগে ওজন সঠিকভাবে মেপে নিন। এছাড়াও, সোনার দাম জেনে দোকানে যান।
- মেকিং চার্জ: সোনার দাম আর গয়নার দাম কিন্তু এক নয়। কারণ সোনার দামের সঙ্গে যুক্ত হয় 'মেকিং চার্জ'।






















