Govt Bond: ২৮ হাজার কোটির বন্ড বিক্রি করবে সরকার, কবে হবে নিলাম ? বিনিয়োগ করতে পারবেন ?
Government Bonds: এই বন্ডের ২৮ হাজার কোটির প্রথম লটে থাকছে ৭.০২ শতাংশ গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০২৭ যার মোট মূল্য ৬ হাজার কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় লটে থাকছে ৭.২৩ শতাংশের গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০৩৯।
Govt Bond Auction: বুধবার ভারত সরকারের অর্থমন্ত্রক জানিয়েছে, কেন্দ্র সরকার (Govt Bonds) এবার ২৮ হাজার কোটি টাকার বন্ড বিক্রি করবে। আগামী শুক্রবার ৫ জুলাই মুম্বইয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের দফতরে হবে নিলাম। মূলত তিনটি লটে এই বন্ডের (Govt. Bond Auction) নিলাম করবে কেন্দ্র।
এই বন্ডের ২৮ হাজার কোটির প্রথম লটে থাকছে ৭.০২ শতাংশ গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০২৭ যার মোট মূল্য ৬ হাজার কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় লটে থাকছে ৭.২৩ শতাংশের গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০৩৯ যার মূল্য ১২ হাজার কোটি টাকা। সবশেষে তৃতীয় লটে ৭.৩০ শতাংশ গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০৫৩ থাকছে যার মোট মূল্য হবে ১০ হাজার কোটি টাকা।
এই তিনটি লটেই মূল্য-ভিত্তিক নিলাম হবে শুক্রবার যেখানে মাল্টিপল প্রাইস মেথড অবলম্বন করা হবে। এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক। সরকারের কাছে এই তিন লটের সিকিওরিটির প্রতিটির জন্য ২ হাজার কোটি টাকার অতিরিক্ত সাবস্ক্রিপশন গ্রহণ করার বিকল্প থাকবে। এই সিকিওরিটিজ যা নিলামে বিক্রি করা হবে তার মাত্র ৫ শতাংশই কোনও একক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে (Govt. Bond Auction) দেওয়া হবে অকশন অফ গভর্নমেন্ট সিকিওরিটিজের অন কম্পিটিটিভ বিডিং ফেসিলিটি অনুযায়ী।
এই নিলামের জন্য কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ দুই ধরনের বিডিং ৫ জুলাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সলিউশন ই-কুবারের মাধ্যমে ইলেকট্রনিক ফর্ম্যাটে গ্রহণ করা হবে। নন কম্পিটিটিভ বিড জমা করতে হবে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এবং কম্পিটিটিভ বিড জমা করতে হবে সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে।
এই নিলামের ফলাফল প্রকাশ পাবে ৫ জুলাই শুক্রবার। আর এই নিলামের পেমেন্ট করে দিতে হবে আগামী সোমবার ৮ জুলাইয়ের মধ্যে। আরবিআই গাইডলাইন মেনেই এই সিকিওরিটিজ দেওয়া হবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Mutual Fund: মাসে ৫ হাজারের SIP-তেই ৪.৫ গুণ রিটার্ন, ১০ বছরে বিপুল মুনাফা এই ৩ ফান্ডে