Government Scheme: মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প , এখানে পাবেন ৬০০০ টাকা, কীভাবে নেবেন সুবিধা
Matritva Vandana Yojana: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রয়েছে এই বিশেষ। কেন্দ্রীয় সরকার দেয় এই বিশেষ সুবিধা।
Matritva Vandana Yojana: অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রয়েছে এই বিশেষ। কেন্দ্রীয় সরকার দেয় এই বিশেষ সুবিধা। সরকারি এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের ৬ হাজার টাকা দেয় সরকার।
Government Scheme: পরিবার কি নিতে পারবে এই সুবিধা
মহিলাদের সুবিধার্থে সরকার অনেক প্রকল্প চালায়। এর মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্যও দেওয়া হয়। এরকমই একটি স্কিমের আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের ৬ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা কেন্দ্রীয় সরকার মহিলাদের দিয়ে থাকে। পরিবারের অন্য কোনও সদস্য এই টাকা নিতে পারবে না।
Government Scheme: মা ও শিশুর স্বার্থে এই প্রকল্প
সারা দেশে অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্ম ঠেকাতে সরকার মাতৃত্ব বন্দনা যোজনা শুরু করেছে। এর আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। শিশুর যত্ন ও রোগমুক্ত থাকতেই সরকার ৬০০০ টাকা দিয়ে থাকে। তবে এই স্কিমের সুবিধা নিতে মহিলাদের বয়স ১৯ বছর বা তার বেশি হতে হবে।
Matritva Vandana Yojana: টাকা তিন কিস্তিতে দেওয়া হয়
মাতৃত্ব বন্দনা যোজনা ২০১৭ সালের ১ জানুয়ারি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই স্কিমের আওতায় সুবিধা পেতে অফলাইনে আবেদন করতে হয়। সেই ক্ষেত্রে আবেদন করার পর এই টাকা অন্তঃসত্ত্বা মহিলাদের তিন কিস্তিতে দেওয়া হয়। এখানে শিশুর জন্মের সময় হাসপাতালের পক্ষ থেকে এক হাজার টাকা শেষ কিস্তি হিসাবে দেওয়া হয়। এই প্রকল্পের প্রথম ধাপে ১০০০ টাকা, দ্বিতীয় ধাপে ২০০০ টাকা ও তৃতীয় ধাপে ২০০০ টাকা দেয় সরকার।
অর্থ সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়
কেন্দ্রীয় সরকার থেকে এই টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পাঠায়। আপনার যদি এই আবেদন করতে কোনও সমস্যা হয়, তাহলে আপনি হেল্পলাইন নম্বর 7998799804 এ কল করতে পারেন। আপনার সব সমস্যার এখানে সমাধান পাবেন।
কীভাবে আবেদন করতে হবে
আপনি যদি এই স্কিমটি পেতে চান তবে এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana দেখতে পারেন। এখানে আপনি স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। এখান থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট অফিসে জমা দিয়ে আবেদন করতে পারবেন।
এছাড়াও শিশুকন্যাদের জন্য় স্বল্প সঞ্চয় প্রকল্প এনেছে সরকার। যার নাম দেওয়া হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। বর্তমানে এই যোজনায় টাকা রাখলে ৮ শতাংশ সুদ দিচ্ছে সরকার।
আরও পড়ুন Multibagger Penny Stock: ৫০০ টাকা পাঁচ বছরে আড়াই লাখে, একেই বলে মাল্টিব্যাগার !