HDFC Bank: ক্রেডিট কার্ডের নিয়মে আবার বদল আনল HDFC ব্যাঙ্ক, কী কী মানতে হবে এবার ?
HDFC Bank Credit Card Rule: কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকরা তাদের ব্যক্তিগত ক্রেডিট কার্ড (HDFC Bank Credit Card) ব্যবহার করে বাণিজ্যিক কাজে পেমেন্ট করছেন। এর জন্য তারা রিওয়ার্ড পয়েন্টও পাচ্ছেন।
Credit Card Rule: দেশের বহু মানুষ এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। আগেই জানা গিয়েছিল যে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের (HDFC Bank Credit Card) কিছু নিয়মে বদল আসবে। তবে এবার ফের কিছু বদল আনবে এইচডিএফসি ব্যাঙ্ক। আর এই বদল কার্যকর করা হবে ১ সেপ্টেম্বর থেকে। এই জন্য ১ সেপ্টেম্বর থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের গ্রাহকরা নিত্যদিনের লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট হিসেবে ২ হাজার টাকা পাবেন প্রতি মাসে। তবে শিক্ষার ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠানে পেমেন্ট করলে সেখানে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না গ্রাহকরা। এরই মধ্যে কিছু কিছু ব্যাঙ্ক বাণিজ্যিক কাজের জন্য পার্সোনাল কার্ডের ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছে।
১ অগাস্ট থেকে বদলেছে এই নিয়মগুলি
এই মাসের শুরুতেই অর্থাৎ ১ অগাস্ট থেকেই এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank Credit Card) তাদের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডের বেশ কিছু নিয়মে বদল এনেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি লেনদেনের ক্ষেত্রে ১ শতাংশ চার্জ কাটবে। বাণিজ্যিক কার্ডের লিমিট বাড়িয়ে করা হয়েছে ৭৫ হাজার টাকা। তবে ইনসিওরেন্স বিল কখনই ইউটিলিটি লেনদেনের মধ্যে ধরা হয় না। মাসে সর্বোচ্চ রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার লিমিটও স্থির করা হয়েছে এবার থেকে। মোবাইল এবং অন্যান্য বিল পেমেন্টের ক্ষেত্রে এইচডিএফসি ক্রেডিট কার্ডে মাসে ২০০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট পাবেন গ্রাহক।
বাণিজ্যিক খাতে ব্যবহার হচ্ছে পার্সোনাল ক্রেডিট কার্ড
কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহকরা তাদের ব্যক্তিগত ক্রেডিট কার্ড (HDFC Bank Credit Card) ব্যবহার করে বাণিজ্যিক কাজে পেমেন্ট করছেন। এর জন্য তারা রিওয়ার্ড পয়েন্টও পাচ্ছেন। আর এর মাধ্যমে তারা খরচের অঙ্কের উপর ভিত্তি করে কিছু সুবিধেও পাচ্ছেন। রিওয়ার্ড পয়েন্টে লিমিট ধার্য করে দিলে সেই কার্ড আর অন্য কোনও কাজে ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।
থার্ড পার্টির মাধ্যমে পেমেন্ট করলে কোনও সুবিধে পাবেন না
এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে যে ক্রেড, পেটিএম, চেক এবং মোবিকুইকের মত থার্ড পার্টির সাহায্যে এডুকেশন পেমেন্ট করলে সেখানে কোনও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না। তবে কোনও স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে বা পিওএস মেশিনে সরাসরি টাকা দিলে সেখানে রিওয়ার্ড পয়েন্ট পাবেন গ্রাহকরা। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্টে ১ শতাংশ করে চার্জ কাটবে এইচডিএফসি ব্যাঙ্ক।
আরও পড়ুন: Upcoming IPO: ৭০০০ কোটির IPO আনবে এই সংস্থা, জড়িয়ে রেখা ঝুনঝুনওয়ালার নাম