Upcoming IPO: ৭০০০ কোটির IPO আনবে এই সংস্থা, জড়িয়ে রেখা ঝুনঝুনওয়ালার নাম
Bajaj Housing Finance: সোমবার ৫ অগাস্ট সেবির অনুমোদন পেয়েছে বাজাজ হাউজিং ফিনান্স। আর আগামী বছরেই এই সংস্থা তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। নতুন ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে ৪ হাজার কোটি টাকা।
Bajaj Housing Finance IPO: সোমবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এই আইপিওকে অনুমোদন দিয়েছে। আর এটা আরও একটি বড়সড় আইপিও হয়ে উঠতে চলেছে। সংস্থার নাম বাজাজ হাউসিং ফিনান্স। আইপিওর মাধ্যমে সংস্থা (IPO Update) বাজার থেকে ৭ হাজার কোটি টাকা তুলতে চায়। এছাড়াও আরও বেশ কিছু আইপিওকে (Upcoming IPO) অনুমোদন দিয়েছে এদিন সেবি। এর মধ্যে আছে বাজার স্টাইল রিটেইল, ডিফিউশন ইঞ্জিনিয়ারিস, দীপক বিল্ডার্স ও মানবা ফিনান্স।
৭ হাজার কোটির আইপিও আনবে বাজাজ হাউসিং ফিনান্স
সোমবার ৫ অগাস্ট সেবির অনুমোদন পেয়েছে বাজাজ হাউজিং ফিনান্স। আর আগামী বছরেই এই সংস্থা তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। এই বছর জুন মাসে সংস্থা সেবির কাছে আইপিও আনার প্রস্তাব জমা করেছিল। এই ৭ হাজার কোটির আইপিওর মধ্যে নতুন ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে ৪ হাজার কোটি টাকা এবং বাকি ৩ হাজার কোটি টাকা থাকবে অফার ফর সেলের জন্য। সংস্থার প্রোমোটার এই অফার ফর সেলে নিজের স্টেক বিক্রি করবে। আর এই টাকা দিয়ে সংস্থা তাঁর ভবিষ্যতের পুঁজির জোগান নিশ্চিত করবে।
স্টেক বিক্রি করবেন রেখা ঝুনঝুনওয়ালাও
বাজাজ ফিনান্স নয়, বাজার স্টাইল রিটেইল সংস্থার এক অন্যতম বড় বিনিয়োগকারী রেখা ঝুনঝুনওয়ালা। কলকাতার বাজার স্টাইল রিটেইলের ইস্যু সাইজ হবে ১৮৬ কোটির বেশি। ৩১ জুলাই সেবির কাছ থেকে অনুমোদন পেয়েছে দীপক বিল্ডার্স। এই সংস্থা এই বছর এপ্রিলে আইপিওর প্রস্তাব জমা দিয়েছিল। আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা ঋণ পরিশোধের কাজে লাগবে সংস্থার। এই সংস্থায় সবথেকে বড় বিনিয়োগকারী রেখা ঝুনঝুনওয়ালা। সংস্থার ৭.৮ শতাংশ স্টেক রয়েছে রেখা ঝুনঝুনওয়ালার। আর এই আইপিওর মাধ্যমেও তিনি তাঁর স্টেক কমাবেন বলে জানা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Akums Drugs IPO Listing: হতাশ করল আকমস ড্রাগসের আইপিও লিস্টিং, এখনও বিনিয়োগ করলে লাভ পাবেন ?