(Source: ECI/ABP News/ABP Majha)
Honda Bike: নতুন প্রিমিয়াম বাইক আনছে হোন্ডা, অগাস্টেই দেশের বাজারে অভিষেক ?
Honda Motorcycle: দেশের বাজারে তাদের নতুন প্রিমিয়াম বাইক আনতে চলেছে হোন্ডা। অগাস্টেই ইন্ডিয়ান মার্কেটে দেখা যেতে পারে এই নতুন বাইক।
Honda Motorcycle: দেশের বাজারে তাদের নতুন প্রিমিয়াম বাইক আনতে চলেছে হোন্ডা। অগাস্টেই ইন্ডিয়ান মার্কেটে দেখা যেতে পারে এই নতুন বাইক।অটো সাইটগুলোর ধারণা, ৬৫০ সিসি ইঞ্জিনের বাইক আনবে কোম্পানি। তবে এখনই নতুন মডেল সম্পর্কে কোনও কিছু প্রকাশ্যে আনেনি কোম্পানি। তবে জানা গেছে, এই নতুন বাইকটি বিগউইং প্রিমিয়াম সিরিজ ডিলারশিপে বিক্রি করা হবে।
Honda Upcoming Bikes: কী নতুন বাইক আসছে ভারতে ?
Honda আগেই জানিয়েছিল, কোম্পানি প্রিমিয়াম আরও মডেল আনবে দেশে। যার জন্য কোম্পানি উচ্চ-ক্ষমতার বাইক তৈরির জন্য দিল্লির কাছে মানেসার প্ল্যান্টে কাজ শুরু করেছে। দেশের মাটিতেই নতুন বাইকের উৎপাদন শুরু করতে পারে হোন্ডা। বর্তমানে এই কারখানা থেকে আফ্রিকা টুইন, CBR650R, CB650F এর মতো প্রিমিয়াম বাইকগুলির যন্ত্রাংশ একত্রিত করা হয়।
Honda Bike: কখন বাইক বাজারে আসবে ?
Honda ৮ অগাস্টের জন্য একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছে মিডিয়ার কাছে। যেখানে একই দিনে বাইকের লঞ্চ ও দাম সম্পর্কে তথ্য জানিয়ে দেওয়া হবে বলেই খবর। রিপোর্ট বলছে, এটি একটি ৫০০ সিসি মিড ক্যাপাসিটির বাইক হতে পারে। যা H'ness 350 সিরিজের পরবর্তী পোডাক্ট হিসাবে বাজারে আসতে চলেছে।
Honda Upcoming Bikes: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
এই সেগমেন্টের আরও অনেক মোটরসাইকেল ভারতীয় বাজারে পাওয়া যায়। যার মধ্যে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট 350, ক্লাসিক 350, বেনেলি ইম্পেরিয়াল 400, জাওয়া ও রয়্যাল এনফিল্ডের আসন্ন মিটিয়র 350-এর মতো মোটরসাইকেলের নাম। এখন এই নতুন Honda বাইকটি বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কীভাবে লড়াই করে সেটাই দেখার। নিত্যদিন দেশের বাজারে বেড়েই চলেছে ক্রুজার বাইকের চাহিদা। সেই ক্ষেত্রে অনেকের ধারণা, এবার তাদের বড় ইঞ্জিনের ক্ষমতাসম্পন্ন বাইক আনতে চলেছে কোম্পানি।