Patanjali: আয়ুর্বেদকে ভারত সহ গোটা বিশ্বে কীভাবে ছড়িয়ে দিচ্ছে পতঞ্জলি ? কী রয়েছে পরিকল্পনা ?
Patanjali Ayurveda: পতঞ্জলি জানিয়েছে, তাদের পণ্যের গুণমান এবং কার্যকারিতার কারণে ভারতীয়দের মধ্যে এই সংস্থা দৃঢ় আস্থা স্থাপন করতে পেরেছে।

Patanjali News: যোগগুরু বাবা রামদেবের আহত ধরেই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল পতঞ্জলি আয়ুর্বেদ। হেলথ এবং ওয়েলনেস সেক্টরে নানাবিধ আয়ুর্বেদ পণ্য নিয়ে এসেছে এই সংস্থা। পতঞ্জলির পণ্যগুলি বহুধা বিস্তৃত। এর মধ্যে যেমন আছে খাদ্যপণ্য, হেলথকেয়ার, রয়েছে পার্সোনাল কেয়ার সংক্রান্ত পণ্যও। এছাড়াও আছে আয়ুর্বেদিক ওষুধ, হার্বাল হোম কেয়ার এবং প্রকাশনী। পতঞ্জলি (Patanjali) দাবি করে যে তারা পণ্য উৎপাদনে প্রাকৃতিক ও জৈব উপাদানই ব্যবহার করে থাকেন। রাসায়নিক পণ্যের বিপরীতে জৈব পণ্যের প্রসার ঘটায় পতঞ্জলি।
পতঞ্জলি জানিয়েছে, তাদের পণ্যের গুণমান এবং কার্যকারিতার কারণে ভারতীয়দের মধ্যে এই সংস্থা দৃঢ় আস্থা স্থাপন করতে পেরেছে। পতঞ্জলির পণ্যের ব্যাপক যোগান এবং সাশ্রয়ী মূল্যের কারণে পতঞ্জলির পণ্যগুলি প্রতিটি পরিবারের কাছে অপরিহার্য হয়ে উঠেছে।
মার্কেট স্ট্রাটেজি ও বিস্তৃতি
মূলত ডিজিটাল মার্কেটিং, সমাজমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মাধ্যমে নিজেদের বিস্তৃতি কয়েকগুণে বাড়িয়েছে পতঞ্জলি। এমনকী দেশের মধ্যে খুব উন্নতমানের বিপণন নেটওয়ার্ক এবং পার্টনারশিপ তৈরি করতেও সক্ষম হয়েছে এই সংস্থা। এর মাধ্যমে দেশে গ্রাহক সংখ্যা বেড়েছে, অনেক বেশি জায়গায় এই পতঞ্জলির পণ্যের যোগান বেড়ে গিয়েছে। যে সমস্ত গ্রাহক প্রাকৃতিক এবং জৈব ঐতিহ্যবাহী পণ্য খোঁজেন, তাদের কাছে পতঞ্জলির পণ্যগুলি আয়ুর্বেদের ভিত্তির কারণে আকর্ষণীয় হয়ে উঠেছে।
ভারত ছাড়াও বিশ্বের বাজারেও নিজেদের অস্তিত্ব স্থাপন করেছে পতঞ্জলি। প্রাকৃতিক এবং নিরাপদ আয়ুর্বেদিক পণ্য রফতানি করে পতঞ্জলি, ঐতিহ্যবাহী ভারতীয় ঔষধির বিপুল প্রচার ও প্রসারের মাধ্যমেই গ্রাহক সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে পতঞ্জলি। আধুনিক জীবনযাত্রার জন্য উপযোগী করে আয়ুর্বেদিক ঔষধকে রূপ দিয়েছে এই সংস্থা, সুস্থ নীরোগ জীবনের জন্য যা অত্যন্ত জরুরি।
সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে পতঞ্জলি তাদের নতুন ফুড অ্যান্ড হার্বাল পার্ক তৈরি করেছে যা কিনা স্থানীয় কৃষকদের সমৃদ্ধি এবং আয় বৃদ্ধিতে প্রভূত ভূমিকা নেবে। প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল পতঞ্জলি, পরে আরও ১৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে পতঞ্জলি।
১০ মার্চ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উপস্থিতিতে এই ফুড অ্যান্ড হার্বাল পার্কের উদ্বোধন করা হয়। বিদর্ভ এলাকায় কৃষকদের জীবনযাত্রার উন্নয়নে এই পতঞ্জলি ফুড পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই জোর দেন নীতীন গড়কড়ী।
আরও পড়ুন: Patanjali Food Park: কৃষকদের আত্মহত্যার করুণ ছবি বদলে দেবে পতঞ্জলি ফুড পার্ক : নীতীন গডকড়ী






















