LPG Gas Cylinder: কীভাবে চালু করবেন বন্ধ গ্যাস সিলিন্ডারের কানেকশন ? এই রইল পুরো পদ্ধতি
Gas Reactivation: ছয় মাসের বেশি ইন্ডেন (Indane) এলপিজি (LPG) সিলিন্ডার রিফিল না করলে নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায় কানেকশন।
Indane Gas Reactivation Process: অনেক সময় এই ধরনের ভুল করে থাকি আমরা। বাইরে কোনও কারণে দীর্ঘ সময়ের জন্য গেলে বা দুটো কোম্পানির গ্যাস (LPG Gas Cylinder) নেওয়া থাকলে একটি নিতে ভুলে যায় গ্রাহক। সেই ক্ষেত্রে ছয় মাসের বেশি ইন্ডেন (Indane) এলপিজি (LPG) সিলিন্ডার রিফিল না করলে নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায় কানেকশন। সেই ক্ষেত্রে এলপিজি সংযোগ ফের চালু করতে মানতে হবে এই নির্দেশ।
প্রথমে কী করতে হবে আপনাকে
একটি নিষ্ক্রিয় ইন্ডেন এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করতে আপনাকে এলপিজি ডিস্টিরবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে সেখানে একটি ফর্ম জমা দিতে হবে।
ইন্ডেন গ্যাস রি-অ্যাক্টিভেশন ফর্ম
Indane Gas রি-অ্যাক্টিভেশন ফর্মটি Indane Gas ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। একটি ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটর থেকেও ফর্মটি সংগ্রহ করা যেতে পারে। ফর্মে নিম্নলিখিত বিবরণ লিখতে হবে:
১ ডিস্ট্রিবিউটরের নাম
২ কনজিউমার নম্বর
৩ কনজিউমারের পুরো নাম
৪ ছয় মাসের বেশি রিফিল না হওয়ার কারণ
৫ কনজিউমারের স্বাক্ষর
একটি ইন্ডেন এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলি লাগবে
১ কেওয়াইসি ফর্মটি সঠিকভাবে পূরণ করে পরিচয় এবং ঠিকানার প্রমাণ দিতে হবে। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান ঠিকানার প্রমাণ কেওয়াইসি ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে।
২ ইন্ডেন গ্যাস এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার জন্য ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে।
৩ এবার ডিস্ট্রিবিউটর ফর্মে জমা দেওয়া তথ্য যাচাই করবে। তথ্য যাচাইয়ের পরে পুনরায় সক্রিয়করণ প্রক্রিয়া শুরু হবে।
মনে রাখবেন- একই অ্যাকাউন্টের জন্য একাধিক ডি-অ্যাক্টিভেশনের ক্ষেত্রে কানেকশন ফের সক্রিয় করা হবে না। সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর গ্রাহককে সংযোগ বিচ্ছিন্ন করতে বলবেন।
ইন্ডেন গ্যাস এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করার প্রক্রিয়া
১ Indane অফিসিয়াল ওয়েবসাইটে যান
২ স্ক্রিনের বা পাশে 'How do I'-তে ক্লিক করুন
৩ ষষ্ঠ বিকল্পটি বেছে নিন, যেখানে লেখা আছে 'How Do I reactivate my connection?'
৪ নিম্নলিখিত বিবরণ সহ ডিস্ট্রিবিউটরের কাছে সম্পূর্ণ রি-অ্যাক্টিভেশন ফর্ম জমা দিন
ডিস্ট্রিবিউটরের নাম
কনজিউমার নম্বর
কনজিউমারের পুরো নাম
ছয় মাসের বেশি রিফিল না করার কারণ
আপনার স্বাক্ষর লাগবে
সম্পূর্ণ কেওয়াইসি ফর্ম জমা দিন, যদি এটি ইতিমধ্যেই না করে থাকেন
আপনার রি-অ্যাক্টিভেশনের আবেদনের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউটর রি-অ্যাক্টিভেশনের জন্য আপনার বিবরণ যাচাই করবে। এটি ডিস্ট্রিবিউটরকে একই ব্যক্তিকে একাধিক সংযোগ দেওয়া এড়াতে সাহায্য় করে। যদি আপনার আবেদন অবৈধ বলে প্রমাণিত হয়, তাহলে আপনাকে আপনার কানেকশন সারেন্ডার করতে বলা হবে।
SEBI Banned Websites: সাবধান ! ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ করল সেবি, এদের কথায় স্টক কিনেছেন ?