Hyundai Creta SUV পেতে করতে হবে ৮ মাসের অপেক্ষা, জেনে নিন কারণ ?
Hyundai Creta SUV Update : এখন হুন্ডাই ক্রেটা এসইউভি (Hyundai Creta SUV) অর্ডার করলে পেতে লাগবে প্রায় আট মাস।
নয়াদিল্লি: চাহিদার সঙ্গে জোগান দিয়ে উঠতে পারছে না কোম্পানি।ফলে বেড়েই চলেছে গাড়ির 'ওয়োটিং পিরিয়ড'। এখন হুন্ডাই ক্রেটা এসইউভি (Hyundai Creta SUV)অর্ডার করলে পেতে লাগবে প্রায় আট মাস। গাড়ির অত্যাধিক চাহিদার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে জানাচ্ছে কোম্পানি।
বাজারে আসার পর থেকেই চাহিদা বৃদ্ধি হয় হুন্ডাই ক্রেটার। বিশেষ করে এর নতুন ভার্সন আসার পর পুজোর মরসুমে বেড়ে গিয়েছে এই ফিচার প্যাকড এসইউভির চাহিদা। কেউ এখন ক্রেটার Creta's SX (O) ডিজেল অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনতে চাইলে কমপক্ষে ৫-৬ মাস গাড়ি পেতে অপেক্ষা করতে হবে। এই ওয়েটিং পিরিয়ড ৮ মাস পর্যন্ত যেতে পারে।
Hyundai Creta SUV Price: পরিসংখ্যান বলছে, Hyundai Creta SX ও SX (O) গাড়ির সবথেকে বেশি বিক্রিত মডেল। ক্রেটার ডিজেল ভ্যারিয়েন্টের বিক্রি প্রায় ৬০ শতাংশ। Hyundai Creta SX ভ্যারিয়েন্টের দাম পড়ে ১৫.০৯ লক্ষ টাকা। বাকি SX (O) ভ্যারিয়েন্ট নিতে ক্রেতাকে খরচ করতে হয় ১৬.৩৭ লক্ষ টাকা। এই দাম সবই গাড়ির 'এক্স শোরুম প্রাইস'। একইভাবে গাড়ির SX diesel automatic নিতে ক্রেতাকে দিতে হবে ১৬.৫৭ লক্ষ টাকা। পাশাপাশি SX (O) diesel
automatic নিতে খরচ করতে হবে ১৭.৭৮ লক্ষ টাকা।
Hyundai Creta SUV-এর স্পেকস ও ফিচার: নতুন প্রজন্মের গাড়িতে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প, কাসকেডিং গ্রিল, ডে টাইম রানিং লাইট, ওয়্যারলেস চার্জিং, ডে টাইম রানিং লাইটস। এখানেই শেষ হচ্ছে না গাড়ির ফিচার। ভেন্ডিলেটেড ফ্রন্ট সিট ছাড়াও রয়েছে, পুস বাটল স্টার্ট-স্টপ, কি লেস এনেট্রি, প্যানোরামিক সানরুফ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং। এছাড়াও রয়েছে anti-lock braking system (ABS), electronic brakeforce distribution
(EBD) ফিচার।
Hyundai Creta SUV-এর ইঞ্জিন: হুন্ডাই ক্রেটা এসইউভিতে 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন (115bhp), 1.5-লিটার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন (115bhp) ও 1.4-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। এর 1.5-লিটার পেট্রোল ও ডিজেল ইঞ্জিন 113 bhp শক্তি ও 144 Nm (নিউটন মিটার) টর্ক উৎপন্ন করে। যখন টার্বো-পেট্রোল ইঞ্জিন 138 bhp শক্তি ও 242 Nm টর্ক উৎপন্ন করে।
Hyundai Creta SUV-র প্রতিযোগী কারা ? - ফেসলিফ্টেড হুন্ডাই ক্রেটা এসইউভির প্রতিদ্বন্দ্বী কিয়া সেল্টোস। 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনের কিয়া সেল্টোসের দাম 9.9 লক্ষ টাকা। এর 1.4-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের দাম 17.7 লক্ষ টাকা। Seltos- এর ডিজেল ভ্যারিয়েন্টের দাম শুরু 10.6 লক্ষ টাকা থেকে। টপ ডিজেল মডেলের দাম 18.10 লক্ষ টাকা।
আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি
আরও পড়ুন :Top 10 safest cars in India-র তালিকায় একই কোম্পানির ৬টি গাড়ি, কারা আছে লিস্টে ?