New Hyundai Verna 2023: নতুন ভার্নায় থাকছে দারুণ প্রযুক্তি, কবে ভারতে গাড়ি ?
Hyundai Verna 2023: সব জল্পনার অবসান। আগামী ২১ মার্চ দেশের বাজার তাদের নতুন সেডান গাড়ি আনতে চলেছে Hyundai।
Hyundai Verna 2023: সব জল্পনার অবসান। আগামী ২১ মার্চ দেশের বাজার তাদের নতুন সেডান গাড়ি আনতে চলেছে Hyundai। এবার বাজারে আসছে New Hyundai Verna 2023। নতুন Hyundai Verna ADAS Hyundai SmartSense বৈশিষ্ট্য সহ আসবে, যার মধ্যে থাকবে রাডার (সামনে ও পিছনে), সেন্সর ও একাধিক ক্যামেরা (সামনে)। যা রাস্তায় বাধা শনাক্ত করে সেই অনুযায়ী চালককে সতর্ক করতে পারবে বা নিজেই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে।
New Hyundai Verna 2023: কী কী ফিচার থাকবে এই গাড়িতে ?
১ সামনে সংঘর্ষ এড়াতে সতর্কতার বার্তা দেবে গাড়ি
২ সামনে সংঘর্ষ এড়াতে সতর্কতার বার্তা - রাস্তায় পথচারীদের এড়াতে বার্তা
৩ ব্লাইন্ড স্পট সংঘর্ষের সতর্কতা
৪ ব্লাইন্ড স্পট সংঘর্ষ এড়ানো সহায়তার বার্তা
৫ লেনের মধ্যে থাকতে সাহায্য করবে গাড়ি
৬ ড্রাইভিংয়ে মনোযোগ করতে সতর্ক বার্তা
৭ স্টপ অ্যান্ড গো সহ স্মার্ট ক্রুজ নিয়ন্ত্রণ
৮ লেন ধরে চলতে সাহায্য করা
৯রেয়ার ক্রস ট্রাফিক সংঘর্ষের সতর্কতা
Hyundai Verna 2023: নতুন ভার্না 2023 নিরাপত্তা বৈশিষ্ট্য-সহ আসে
ADAS লেভেল ২ ফিচার গাড়িটিকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। একই সঙ্গে এর সামনে ও পিছনে দেওয়া রাডারগুলি বেশ উন্নত। বর্তমানে ADAS Honda City-তে পাওয়া যাচ্ছে। যদিও Hyundai Verna ADAS লেভেল ২ এর সঙ্গে পাওয়া যাবে। Tucson ও Ioniq 5 (প্রিমিয়াম কার) এর পরে Hyundai Verna হবে ADAS এর সঙ্গে আসা তৃতীয় Hyundai গাড়ি। এছাড়াও, নতুন ভার্নায় অনেক নিরাপত্তা বৈশিষ্ট্যও পাওয়া যাবে। যেমন- এতে পাবেন....
6টি এয়ারব্যাগ (চালক যাত্রী ও পাশে)
VSM সহ ESC (ইলেক্ট্রনিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ)
হিল স্টার্ট অ্যাসিস্ট (এইচএসি)
সব ডিস্ক ব্রেক
ইপিবি (ইলেকট্রিক পার্কিং ব্রেক)
সামনে পার্কিং সেন্সর
ECM (ইলেক্ট্রো ক্রোমিক মিরর)
কর্নারিং ল্যাম্প
টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (হাইলাইন)
সম্প্রতি, নতুন ভার্নায় আরাম ও প্রযুক্তি বৈশিষ্ট্যের আকারে কিছু বৈশিষ্ট্য সামনে এসেছে। এর মধ্যে রয়েছে বোস অডিও সিস্টেম ও 10.25 ইঞ্চি স্ক্রিন সহ বায়ুচলাচল আসন ও একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
Royal Enfield 650: রয়্যাল এনফিল্ড শীঘ্রই ওয়্যার-স্পোক হুইল সহ দুটি নতুন 650cc বাইক আনবে। নতুন আকর্ষণীয় নিও-রেট্রো প্রোফাইলে এই বাইক আনতে চলেছে কোম্পানি। সম্ভবত এই কারণেই কোম্পানি অ্যালয় হুইল সহ ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি 650 অফার করেনি। কোম্পানি শীঘ্রই ইউরোপে লঞ্চ করার পর ভারতে এই ধরনের মডেল লঞ্চ করবে।
Tech Tips: ফোনে সফটওয়্যার আপডেট নোটিফিকেশন দেখেও এড়িয়ে যান ? হতে পারে এই বিপদ