Ice Cream: দেউলিয়া ঘোষণা ৮৫ বছরের পুরনো এই আইসক্রিম ব্র্যান্ডের, এক ধাক্কায় ৫০০ কাউন্টারে তালা- কী ঘটেছে ?
Ice Cream Brand: রাইট এইড সংস্থার ১১তম অধ্যায়ের দেউলিয়া ঘোষণার অংশ এই 'থার্ফটি' আইসক্রিমের স্টোর বন্ধ হয়ে যাওয়া। ২০২৩ সালে শুরু হয়েছিল এই দেউলিয়া ঘোষণার প্রথম পর্ব।

Ice Cream Brand Thirfty: ৮৫ বছরের পুরনো এই আইসক্রিম ব্র্যান্ড বন্ধ হয়ে গেল। এক ধাক্কায় ৫০০ কাউন্টারে তালা ঝুলল। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে সংস্থা। রাইট এইড ফাইল করা হয়েছে সংস্থার তরফে। বহু প্রজন্ম ধরে এই আইসক্রিম ব্র্যান্ডের অনুরাগী ছিল মানুষ। কিন্তু এবার আর অর্থসঙ্কুলান করা গেল না। দেউলিয়া হওয়ার দরুণ একে একে সমস্ত কাউন্টার বন্ধ হয়ে যাচ্ছে এই ব্র্যান্ডের। মার্কিন যুক্তরাষ্ট্রের এই আইসক্রিম ব্র্যান্ড 'থার্ফটি' বন্ধ হয়ে যাচ্ছে, সংবাদসংস্থা 'দ্য স্ট্রিট' জানিয়েছে এই তথ্য।
থার্ফটি আইসক্রিমের প্যারেন্ট সংস্থা 'রাইট এইড' তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে ব্যাপক পুনর্গঠনের তাগিদে। এই ব্র্যান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে বহুল অনুরাগীদের মনে দাগ কেটেছে। এই ব্র্যান্ডের সাশ্রয়ী ঐতিহ্যবাহী আইসক্রিম খেয়ে অনেকে বড় হয়েছে, এলাকার রাইট এইডের স্টোরগুলিতে এই আইসক্রিম দেখেই তাদের বড় হওয়া, সেই ঐতিহ্যের সুতোয় এবার টান।
কেন এই থার্ফটি আইসক্রিম সংস্থা ৫০০ স্টোর বন্ধ করছে
রাইট এইড সংস্থার ১১তম অধ্যায়ের দেউলিয়া ঘোষণার অংশ এই 'থার্ফটি' আইসক্রিমের স্টোর বন্ধ হয়ে যাওয়া। ২০২৩ সালে শুরু হয়েছিল এই দেউলিয়া ঘোষণার প্রথম পর্ব। ২০২৫ সালের শুরুতে এসে তা আরও বড় আকার নেয়। বড়সড় ঋণ, আইনি দায়, আফিম-সংক্রান্ত মামলার কারণে ব্যবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে রাইট এইড সংস্থা পরপর তাদের স্টোর বন্ধ করে দিতে চলেছে।
যদিও এই আইসক্রিম ব্র্যান্ড নিজে দেউলিয়া হয়নি, রাইট এইড স্টোরের ভিতরে যে কাউন্টারগুলি ছিল সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ক্যালিফোর্ণিয়ার মত জায়গায় এই ধরনের কাউন্টারগুলি একটা নিয়মিত দৃশ্যের অন্তর্গত ছিল, আর এই এলাকায় এই আইসক্রিম সংস্থা একটাই ছিল আর বাজারে এই ব্র্যান্ডের বাজার অংশীদারিত্ব ব্যাপক।
এই কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার অর্থ থার্ফটি ব্র্যান্ড মুছে যাওয়া নয় যদিও, তবে যে স্টোরগুলিতে একসময় অনুরাগীরা কোন আইসক্রিম হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন সেখানের সেই স্মৃতি আর পাওয়া যাবে না। তবে জানা গিয়েছে ক্যালিফোর্ণিয়ার এল মন্টেতে এই ব্র্যান্ডের কারখানা এখনও সক্রিয় রয়েছে এবং এখানে গেলে এই আইসক্রিম পাওয়া যাবে। চকলেট মল্টেড ক্রাঞ্চ, বাটার পিকনের মত ফ্লেভারের আইসক্রিম এখনও পাবেন অনুরাগীরা। কিছু কিছু নির্বাচিত গ্রসারি স্টোরে এই আইসক্রিমের সরবরাহ করা হবে, ওয়েস্ট কোস্টের কিছু দোকানেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।






















