Indian Economy: ভারতের অর্থনীতি নিয়ে সুখবর ! কী বলল IMF ?
World Economy: বিশ্ব মন্দার মাঝেও ভারতের জন্য সুখবর দিল 'ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড'(IMF)।
World Economy: বিশ্ব মন্দার মাঝেও ভারতের জন্য সুখবর দিল 'ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড'(IMF)। আন্তর্জাতিক আর্থিক তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ২০২৩ সালে বিশ্বেরআর্থিক বৃদ্ধিতে ১৫ শতাংশ অবদান রাখবে ভারত।
IMF On Indian Economy: কী বলেছেন জর্জিয়েভা ?
আন্তর্জাতিক আর্থিক তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, কেবল ভারতীয় অর্থনীতিই বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে ১৫ শতাংশ অবদান রাখবে।তাঁর মতে, বিশ্ব অর্থনীতিতে ভারত এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছে। চলতি বছরে এই বৃদ্ধির ধারা বজায় রাখবে ভারত।
Indian Economy: কেন ভারত নিয়ে এই আসা IMF-এর ?
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, " ভারতীয় অর্থনীতির পারফরম্যান্স ইতিমধ্য়েই বিশ্বে নজর কেড়েছে । এ বছর আইএমএফ আশা করছে, চলতি অর্থ বছরের শেষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। 2023-24 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার 6.1 শতাংশ অনুমান করা হয়েছে, যা সমগ্র বিশ্বের অর্থনীতির গড় থেকে অনেক বেশি। বিশ্বের তথাকথিত প্রধান অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধির হার হতে পারে ভারতের।''
আইএমএফ অনুমান করছে, 2022 এর 3.4 শতাংশের তুলনায় 2023 সাল ভারতের জন্য খুব কঠিন হতে পারে। এই সময় বিশ্বব্যাপী বৃদ্ধির হার 2.9 শতাংশে নেমে আসতে পারে। কিন্তু এর মাঝেও ভারতই রয়ে গেছে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এর পিছনে ভারতে ডিজিটালাইজেশনকেই দেখছে 'ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড'(IMF)। যে কারণে ভারত যেমন করোনা মহামারীর প্রভাব কমাতে সহায়তা করেছে, তেমনি এর কারণে উন্নয়ন গতি পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। জর্জিয়েভার মতে, অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের আর্থিক নীতি খুবই কার্যকর হয়েছে। সাম্প্রতিক বাজেটে সরকার ঘাটতি কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি মূলধন বিনিয়োগের জন্য বাজেটে বড় ধরনের বিধান রাখা হয়েছে।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ভারত মহামারী থেকে শিক্ষা নিতে দেরি করেনি। এটি কাটিয়ে উঠতে খুব শক্তিশালী নীতি প্রয়োগ করা হয়েছিল। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের প্রশংসা করেছেন আন্তর্জাতিক আর্থিক তহবিলের ম্যানেজিং ডিরেক্টর। তিনি বলেছেন, এই বাজেটটি খুব ভেবেচিন্তে তৈরি করেছেন তিনি।
PM Modi: এবারের নোবেল শান্তি পুরষ্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোদ নরওয়ের নোবেল কমিটির বক্তব্যে জোরাল হয়েছে এই আশা। সম্প্রতি ভারতে এসেছে নোবেল পুরস্কার কমিটি। তাদের মুখ থেকেই শোনা গেছে প্রধানমন্ত্রীর স্তুতি।
আরও পড়ুন : Home Buying Plan: বাড়ি কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি, অন্যথায় বিপদ বাড়বে