PAN-Aadhaar Link: টাকা দেওয়ার পরেও প্যান-আধার লিঙ্ক হয়নি ! এই বার্তা দিল সরকার
Aadhaar Card: ৩০ জুন ছিল আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ। শেষের দিকে এই কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকে।
Aadhaar Card: ৩০ জুন ছিল আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ। শেষের দিকে এই কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। যাদের জন্য একটি বার্তা দিয়েছে আয়কর বিভাগ। জেনে নিন, কী বলেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আয়কর বিভাগ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্যান আধার লিঙ্ক করার বিষয়ে একটি স্পষ্টীকরণ দিয়েছে কর্তৃপক্ষ।
Pan Card Update: আয়কর বিভাগ কী তথ্য দিয়েছে ?
আয়কর দফতরের টুইট বলছে, যারা জরিমানা পরিশোধ করেছেন অথচ নথিটি ৩০ জুনের মধ্যে লিঙ্ক হয়নি,তাদের চিন্তার কিছু নেই। এই ধরনের ক্ষেত্রে আয়কর বিভাগ জানিয়েছে, প্যান নিষ্ক্রিয় করার বিষয়টি বিবেচনা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার জন্য চালান রসিদ ডাউনলোড করার দরকার নেই। PAN কার্ড হোল্ডার সফলভাবে জরিমানার টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এর একটি প্রামাণ্য নথি ইমেল মারফত প্যান কার্ড হোল্ডারের কাছে পাঠানো হচ্ছে। মনে রাখবেন, ৩০ জুনের মধ্যে আধারের সঙ্গে PAN লিঙ্ক করা বাধ্যতামূলক ছিল। আপনি যদি লিঙ্ক না করে থাকেন তবে এটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
Aadhaar PAN Link: আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার তারিখ কয়েকবার বাড়ানো হয়েছে
আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার জন্য আয়কর আইন ১ জুলাই, ২০১৭ থেকে কার্যকর হয়েছে। তারপর থেকে আধারের সাথে প্যান লিঙ্ক করার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। এ ছাড়াও ২০২১ সালের বাজেটে সরকার নির্দিষ্ট সময়সীমার পরে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার জন্য জরিমানার জন্য 234H যুক্ত করেছে। গত ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এটি লিঙ্ক করার জন্য কোনও জরিমানা রাখা হয়নি।
Kind Attention PAN holders!
Instances have come to notice where PAN holders have faced difficulty in downloading the challan after payment of fee for Aadhaar-PAN linking.
In this regard, it is to be informed that status of challan payment may be checked in ‘e-pay tax’ tab of…
">
Aadhaar Card: জরিমানা কত ?
১ এপ্রিল ২০২২ থেকে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করার জন্য ধারা 234H-এর অধীনে ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে৷ ১ জুলাই ২০২২ থেকে PAN আধারের সঙ্গে লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা আরোপ করেছে সরকার৷ পরবর্তীকালে জরিমানার সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ যা পরে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।
মনে রাখবেন, ৩০ জুন ২০২৩-এর মধ্যে যদি PAN কে আধারের সঙ্গে লিঙ্ক করা না হয়, তবে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। একবার PAN নিষ্ক্রিয় হয়ে গেলে, আপনি আয়কর রিফান্ড, আয় ও ব্যয়ের উপর বেশি TDS ও TCS, ব্যাঙ্ক FD, মিউচুয়াল ফান্ড স্কিম ইত্যাদি ফাইল করতে এটি ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন : Worlds Lowest Car: চাকা ভ্যানিশ ! চালাচ্ছেই বা কে ? রাস্তায় প্রায় লেপটে চলছে সবথেকে নিচু গাড়ি !