Income Tax: লটারিতে জয়ী হলে কত ট্যাক্স কাটবে সরকার, হাতে পাবেন কত ?
Lottery Money: লটারিতে এক কোটি টাকা পেলেও আপনার হাতে আসবে আরও কম। দেশের আয়কর আইনের নিয়ম মেনে সেই ক্ষেত্রে কাটা যাবে লটারি থেকে আয় বাবদ কর।
Lottery Money: লটারিতে এক কোটি টাকা পেলেও আপনার হাতে আসবে আরও কম। দেশের আয়কর আইনের নিয়ম মেনে সেই ক্ষেত্রে কাটা যাবে লটারি থেকে আয় বাবদ কর। জেনে নিন, লটারি জিতলে কত টাকা ট্যাক্স কাটে সরকার।
Income Tax: ভারতে পুরস্কারের অর্থ বা লটারি বাবদ প্রাপ্ত সম্পদ আয়কর আইন ১৯৬১-র অধীনে কর সাপেক্ষ৷সেই ক্ষেত্রে পুরস্কারের অর্থ ও লটারি জেতার উপর করের হার মোট জয়ের ৩০ শতাংশ কেটে নেয় সরকার। এই নিয়ম আবাসিক ও অনাবাসী উভয় বিজয়ীদের জন্য প্রযোজ্য৷
Income Tax: আয়কর আসলে কী ?
দেশে প্রত্যেক ব্যক্তির আয়ের উপর ভারত সরকার কিছু পরিমাণ কর আরোপ করে। আয়কর নিয়ন্ত্রণকারী বিধানগুলি আয়কর আইন ১৯৬১-এর অন্তর্ভুক্ত।
Lottery Money: কাদের দেশে আয়কর দিতে হয় ?
আইন কোনও ব্যক্তিকে আয়করে অব্যাহতি না দিলে প্রত্যেক ব্যক্তিকে ট্যাক্স জমা দিতে হয়। যদি তা না দেওয়া হয়, তাহলে ধারা 2(3) এর অধীনে আয়কর আইনের মধ্যে পড়ে যাবেন ওই ব্যক্তি।
Income Tax: আপনি যদি কোনও প্রতিযোগিতায় লটারি বা পুরস্কারের অর্থ জেতেন, তাহলে আপনার কি তাতে আয়কর দিতে হবে?
হ্যাঁ, আয়কর আইন অনুসারে এই ধরনের জয়ের ক্ষেত্রে কোনও মৌলিক ছাড়ের সীমা ছাড়াই ৩০ শতাংশ হারে করের স্ল্যাবে আপনাকে আয়কর দিতে হবে। এই ধরনের পুরস্কারের অর্থ প্রদানকারী সাধারণত জয় থেকে উৎস কর (টিডিএস) কেটে নেবে ও আপনাকে কেবল অবশিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেবে।
Lottery Money: প্রাপ্ত অর্থ "অন্যান্য উত্স থেকে আয়" শিরোনামের অধীনে করযোগ্য। ভারতীয় আয়কর আইন, ১৯৬১-এর ১৯৪বি ধারা লটারি জেতা, তাস খেলা, টিভি শো, ক্রসওয়ার্ড পাজল ইত্যাদির TDS-এর সঙ্গে সম্পর্কিত।
Income Tax: এই ধারা অনুযায়ী যেকোনও ব্যক্তি লটারি বা ক্রসওয়ার্ড পাজল বা কার্ড গেম ও যেকোনও ধরনের গেম থেকে ১০,০০০ টাকার বেশি পেলে তা আয়কর যোগ্য। সেই ক্ষেত্রে বিজয়ীকে অর্থ জমা দেওয়ার আগে ১০,০০০ টাকার ক্ষেত্রে ৩০ শতাংশ হারে টিডিএস কাটতে হবে।উপরের হার ছাড়াও, সারচার্জ ও সেস যোগ করার পরে প্রযোজ্য TDS ৩১.২ শতাংশ হয়ে যায়।