India Energy Week 2025: LPG নিয়ে বড় খবর ! ATM-এ টাকা তোলার মত নিজেই নিতে পারবেন গ্যাস সিলিন্ডারও
Indias First LPG ATM Dispenser: এই এনি টাইম গ্যাস সিলিন্ডার নিয়ে ইন্ডিয়া এনার্জি উইক তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে যেখানে গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন তা বিস্তারিত দেখানো হয়েছে।

IEW 2025: ভারত গ্যাস (Bharat Gas) সংস্থা নিয়ে এল দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এলপিজি এটিএম। ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ এই এটিএমের উদ্বোধন হল। দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে এই এলপিজি এটিএমের শুভ উদ্বোধন হল। এর নাম দেওয়া হয়েছে এনি টাইম গ্যাস সিলিন্ডার সংক্ষেপে এটিজি। এবার থেকে ভারত গ্যাসের গ্রাহকদের গ্যাস বুকিংয়ের (LPG ATM) পরে আর অপেক্ষা করতে হবে না বেশিদিন। তারা নিজেরাই এই গ্যাস ডিসপেনসার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নিতে পারবেন। যে কোনো সময় গ্রাহকরা নিজের সুবিধে মত এই গ্যাস সিলিন্ডার (LPG Vending Machine) ভেন্ডিং মেশিন থেকে এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন।
এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান এবিপি নিউজকে জানান, ভারত গ্যাসের তরফ থেকে প্রথমে বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই এলপিজি এটিএম চালু করা হয়েছে। পরে এই প্রকল্প ধীরে ধীরে দিল্লি, জয়পুর, মুম্বইতেও ছড়িয়ে পড়বে। তিনি জানান এই অত্যাধুনিক এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নিজেরাই নিয়ে নিতে পারবেন।
ইন্ডিয়া এনার্জি উইকে দেখা গেল ঝলক
এই এনি টাইম গ্যাস সিলিন্ডার নিয়ে ইন্ডিয়া এনার্জি উইক তাদের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে যেখানে গ্যাস সিলিন্ডার কীভাবে পাবেন এবং গ্যাস সিলিন্ডার কীভাবে রিফিল করবে এই মেশিনের মাধ্যমে তা বিস্তারিত দেখানো হয়েছে।
কীভাবে কাজ করবে এই প্রযুক্তি ?
ভারত গ্যাসের গ্রাহকরা খুব সহজেই এবার থেকে তাদের এলপিজি সিলিন্ডার রিফিল করে নিতে পারবেন। খালি সিলিন্ডার নিয়ে সেক্ষেত্রে গ্রাহকদের আসতে হবে ভারত গ্যাস ইনস্টা সেন্টারে। সেখানেই রাখা থাকবে এই এলপিজি ভেন্ডিং মেশিন যেখানে প্রথমে গ্রাহকদের মেশিনের ওজন করার জায়গায় খালি সিলিন্ডার রাখতে হবে। তারপর এআই চালিত ক্যামেরার সাহায্যে সেই সিলিন্ডার চেক করা হবে ভাল করে। যদি সিলিন্ডারে কোনো সমস্যা না থাকে তাহলে গ্রাহকরা স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেন যে সিলিন্ডার বৈধ। এরপরে তাদের সেই সিলিন্ডারটি তুলে এমটি চেম্বারে রাখতে হবে, স্ক্রিনে সমস্ত তথ্য দেখে নিয়ে পেমেন্ট করতে হবে। তারপর সেই এমটি চেম্বার থেকেই তারা নতুন সিলিন্ডার পেয়ে যাবেন পেমেন্টের পরে।
আরও পড়ুন: RBI Fine: এই ২ ব্যাঙ্ককে ৬৮ লাখ টাকার জরিমানা RBI-এর, সোমে ধস নামবে শেয়ারে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
