Indian Man AI Startup : মেটার ৬০০ ছাঁটাই কর্মীদের চাকরি দেবে এক ভারতীয়র এআই স্টার্টআপ, এল খোলা প্রস্তাব
Meta Layoffs: ভারতীয় বংশোদ্ভূত কোম্পানির প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রাক্তন মেটা কর্মীরা স্টার্টআপের স্পিচ এআই টিমে পদের জন্য আবেদন করতে পারেন।

Meta Layoffs: মেটার ছাঁটাই কর্মীদের খোলা প্রস্তাব দিলেন এক ভারতীয় উদ্যোগপতি। সান ফ্রান্সিসকো স্মলটেস্ট এআই সম্প্রতি মেটা প্ল্যাটফর্মের এআই বিভাগের প্রায় ৬০০ জন কর্মী ছাঁটাইয়ের পর চাকরির প্রস্তাব দিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কোম্পানির প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রাক্তন মেটা কর্মীরা স্টার্টআপের স্পিচ এআই টিমে পদের জন্য আবেদন করতে পারেন। এই কর্মীদের সরাসরি বেস স্য়ালারি $২০০,০০০ থেকে $৬০০,০০০ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে পাওয়া যাবে ইক্যুইটি।
কী যোগ্যতা লাগবে প্রার্থীদের
প্রার্থীদের স্পিচ ভ্যালুয়েশন, স্পিচ জেনারেশন, ফুল-ডুপ্লেক্স স্পিচ-টু-স্পিচ সিস্টেমে দক্ষ হতে হবে। কামাথ বলেছেন, এই ক্ষেত্রে প্রার্থীদের "খুব স্মার্ট" হতে হবে। কারণ এই পদগুলি খুবই প্রতিযোগিতামূলক প্রকৃতির।
ছাঁটাই বেড়েই চলেছে মেটায়
মেটা তাদের ফান্ডামেন্টাল এআই রিসার্চ (FAIR) ইউনিট, এআই প্রোডাক্ট টিম ও ইনফ্রাস্ট্রাকচার ইউনিটগুলিতে কর্মী আরও কমিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। যার মধ্যে এই অফারটি ছাঁটাই কর্মীদের জন্য বড় অফার হিসাবেই দেখছেন চাকরিপ্রার্থীরা। ওপেনএআই ও অ্যাপলের থেকে চ্যালেঞ্জ পাচ্ছে মেটা। যে কারণে মেটার সিইও মার্ক জুকারবার্গের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন। যদিও কোম্পানির অভিজাত টিবিডি ল্যাবটি এখনও অক্ষত রয়েছে। শোনমা যাচ্ছে, মেটার কিছু ছাঁটাই কর্মচারীকে ভিতর থেকেই পুনর্নিয়োগ করা হতে পারে। যার মধ্যে ২১ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১৬ সপ্তাহের বেতন দেওয়া হবে।






















