Swiss Bank Deposit: সুইস ব্যাঙ্কে টাকার পাহাড় ভারতীয়দের ! কত কোটি টাকার আমানত রয়েছে জানেন ? এই রিপোর্ট পড়লে চমকে উঠবেন
Indian Money in Swiss Bank: ভারতীয় ক্লায়েন্টদের গ্রাহক অ্যাকাউন্টের অর্থের পরিমাণ বছরে মাত্র ১১ শতাংশ বেড়ে ৩৪৬ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬৭৫ কোটি টাকা হয়েছে।

নয়াদিল্লি: সুইস ব্যাঙ্কে ভারতীয়দের কোটি কোটি টাকা জমানো রয়েছে। তাও আবার ২০২৪ সালে এই টাকার আমানত এক লাফে তিন গুণ বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত বার্ষিক তথ্যে দেখা গিয়েছে যে স্থানীয় শাখা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে রাখা তহবিলে বিরাট লাফ দেখা গিয়েছে।
তবে ভারতীয় ক্লায়েন্টদের গ্রাহক অ্যাকাউন্টের অর্থের পরিমাণ বছরে মাত্র ১১ শতাংশ বেড়ে ৩৪৬ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬৭৫ কোটি টাকা হয়েছে যা মোট তহবিলের মাত্র এক দশমাংশের সমান। ২০২৩ সালে স্থানীয় শাখা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস ব্যাঙ্কে ভারতীয় ব্যক্তি এবং সংস্থাগুলির জমা তহবিল ৭০ শতাংশ হ্রাস পেয়ে চার বছরের সর্বনিম্ন ১.০৪ বিলিয়ন সুইস ফ্রাঙ্কে নেমে আসার পরে সামগ্রিক বৃদ্ধি পেয়েছে তীব্র হারে। ২০২১ সালের পর এটিই সর্বোচ্চ যখন সুইস ব্যাঙ্কে মোট ভারতীয় অর্থ ১৪ বছরের সর্বোচ্চ ৩.৮৩ বিলিয়ন সুইস ফ্রাঙ্কে পৌঁছেছিল।
এগুলি সুইস ন্যাশনাল ব্যাঙ্কে অন্যান্য ব্যাঙ্কগুলির দ্বারা রিপোর্ট করা সরকারি পরিসংখ্যান এবং সুইজারল্যান্ডে ভারতীয়দের দ্বারা রাখা বহুল বিতর্কিত তথাকথিত কালো টাকার পরিমাণ নির্দেশ করে না। এই পরিসংখ্যানগুলিতে তৃতীয় দেশের এনটিটির নামে সুইস ব্যাঙ্কে ভারতীয়, এনআরআই, বা অন্যদের থাকা অর্থও অন্তর্ভুক্ত নয়। ২০০৬ সালে মোট পরিমাণ প্রায় ৬.৫ বিলিয়ন সুইস ফ্রাঙ্কের রেকর্ড সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এরপর থেকে এটি বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নমুখী ছিল। সুইস ন্যাশনাল ব্যাঙ্কের তথ্য অনুসারে, ২০১১, ২০১৩, ২০১৭, ২০২০, ২০২১, ২০২২ এবং ২০২৩ সহ কয়েক বছর পরেই এই রেকর্ড আমানত জমা হয়েছিল সুইস ব্যাঙ্কে।
সুইস ন্যাশনাল ব্যাঙ্কের মতে ভারতীয় ক্লায়েন্টদের প্রতি সুইস ব্যাঙ্কগুলির মোট দায় বা লায়াবিলিটি সম্পর্কিত তথ্যে ভারতীয় গ্রাহকদের সমস্ত ধরনের ফান্ড বিবেচনা করা হয়। এর মধ্যে ব্যক্তি, ব্যাঙ্ক এবং উদ্যোগের আমানত অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ভারতে সুইস ব্যাঙ্কগুলির শাখাগুলির তথ্য ও আমানত-বহির্ভূত দায়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সুইজারল্যান্ড সরকার জানিয়েছে যে ভারতে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকা ব্যক্তির সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া মাত্রই সুইস ব্যাঙ্কে তাঁর নামে জমানো আমানতের সমস্ত তথ্য শেয়ার করা হয়েছে। শত শত ক্ষেত্রে এই ধরনের তথ্য বিনিময় হয়েছে। এই রিপোর্ট অনুসারে সুইস ব্যাঙ্কের আমানতকারীদের মধ্যে যে দেশের অবদান সবথেকে বেশি এমন দশটির তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, হংকং, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, গুয়ের্নসি এবং সংযুক্ত আরব আমিরশাহী। এই তালিকায় ভারত রয়েছে ৪৮তম স্থানে।






















