Indian Navy : লুকোতে পারবে না পাকিস্তান, এবার ভারতীয় নৌবাহিনীতে 'ল্যাঞ্জা-এন রাডার', কী কাজ করবে ?
Lanza N Radar : শত্রু দেশের যেকোনও হামলা সম্পর্কে দেবে সতর্ক বার্তা। ভারতীয় নৌ-বাহিনীতে (Indian Navy) বসানো হয়েছে 'ল্যাঞ্জা-এন রাডার' (Lanza N Radar)। কী কাজ করবে এই অত্যাধুনিক যন্ত্র।

Lanza N Radar : প্রতিরক্ষা ক্ষেত্রে (Indian Defence System) ফের বড় সাফল্য পেল ভারত । শত্রুদের ওপর নজর রাখতে নিয়ে এল অত্যাধুনিক রাডার। যা শত্রু দেশের যেকোনও হামলা সম্পর্কে দেবে সতর্ক বার্তা। ভারতীয় নৌ-বাহিনীতে (Indian Navy) বসানো হয়েছে 'ল্যাঞ্জা-এন রাডার' (Lanza N Radar)। কী কাজ করবে এই অত্যাধুনিক যন্ত্র।
কী কাজ করবে এই রাডার
স্পেনের ইন্দ্রার সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় 3D বিমান নজরদারি রাডার 'ল্যাঞ্জা-এন' চালু করেছে। রাডারটি একটি যুদ্ধজাহাজে বসানো হয়েছে। এটি ড্রোন, জেট ও ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে সক্ষম। কর্ণাটকে টাটার কারখানাও এই রাডারগুলি তৈরি করবে।
ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার বড় পদক্ষেপ
টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL), স্প্যানিশ প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রার সঙ্গে মিলে ভারতীয় নৌবাহিনীর জন্য প্রথম 3D বিমান নজরদারি রাডার (3D-ASR) - ল্যাঞ্জা-এন - চালু করেছে। রাডারটি একটি নৌ যুদ্ধজাহাজে স্থাপন করা হয়েছে, যা ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ।
ল্যাঞ্জা-এন রাডার কী ?
ল্যাঞ্জা-এন হল ইন্দ্রার ল্যাঞ্জা 3D রাডারের নৌ সংস্করণ, যা বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র-রোধী রাডারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। এটি 3D তে আকাশ ও ভূপৃষ্ঠের উভয় লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। রাডারটির সীমা 254 নটিক্যাল মাইল (প্রায় 470 কিমি) ও এটি ড্রোন, সুপারসনিক যুদ্ধবিমান, বিকিরণ-রোধী ক্ষেপণাস্ত্রের ওপর নজর রাখতে পারে। পাশাপাশি নৌ প্ল্যাটফর্মও সনাক্ত করতে পারে এই রাডার।
টাটা অ্যাডভান্সড সিস্টেমস ভারতীয় নৌবাহিনীর সঙ্গে কাজ করছে
TASL জানিয়েছে, 3D এয়ার সার্ভেইল্যান্স রাডার (3D-ASR) তৈরির মাধ্যমে এটি পরবর্তী প্রজন্মের নৌ নজরদারি রাডার সিস্টেম তৈরিতে প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড, ইন্দ্রার সঙ্গে সহযোগিতায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে প্রথম 3D-ASR - ল্যানজা-এন সফলভাবে বসিয়েছে। কোম্পানি বলেছে, "এই অর্জন ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্থানীয়করণের সঙ্গে সিস্টেম ইন্টিগ্রেশন ও অ্যাসেম্বলির ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। "
বর্তমানে দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের পর থেকেই বেড়েছে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ধুম। সেই ক্ষেত্রে বাইরের প্রতিরক্ষা কোম্পানিগুলি আমাদের দেশীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করছে এই প্রতিরক্ষা সরঞ্জাম। সেই ক্ষেত্রে এই বড় সাফল্য় পেল TASL ।






















