Surya Nutan: লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম, সোলার স্টোভ আনল ইন্ডিয়ান অয়েল
Indian Oil Solar Stove: রান্নার গ্যাসের দাম থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে এবার সোলার স্টোভ আনল ইন্ডিয়ান অয়েল (Indian Oil Solar Stove)।
Indian Oil Solar Stove: রান্নার গ্যাসের দাম থেকে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে এবার সোলার স্টোভ আনল ইন্ডিয়ান অয়েল (Indian Oil Solar Stove)।
Indian Oil New Product: ভারতের শীর্ষস্থানীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) বুধবার একটি ঘরে ব্যবহারের সোলার স্টোভ চালু করেছে, যা চার্জ করা যেতে পারে। সৌরশক্তি চালিত এই স্টোভ রান্নাঘরে রেখেই ব্যবহার করা যায়।
Surya Nutan: এই স্টোভ কেনা ছাড়া কোনও খরচ নেই
এই স্টোভ কেনার খরচ ছাড়া রক্ষণাবেক্ষণের কোনও খরচ না থাকায় একে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি তার সরকারি বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে এই স্টোভের মাধ্যমে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছিল সবাইকে। এই সোলার স্টোভের নাম দেওয়া হয়েছে 'সূর্য নূতন'। সূর্য নূতন একটি তার দিয়ে জুড়ে দেওয়া থাকবে, যার সংযোগ বাইরে বা ছাদের সোলার প্লেটের সঙ্গে থাকবে। সোলার প্লেট থেকে এনার্জি পাইপ বা তারের মাধ্যমে সোলার স্টোভে আসবে। সেখানে সৌর শক্তি প্রথমে তাপ শক্তির আকারে থার্মাল প্লেটে সংরক্ষণ করা হবে। এতে রাতেও খাবার রান্না করা যবে স্টোভে।
Indian Oil Solar Stove: সূর্যের আলোতে রাখতে হয় না এই স্টোভ
এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে আইওসি-র ডিরেক্টর (আরএন্ডডি) এসএসভি রামকুমার জানান, এই সোলার স্টোভ অন্যদের থেকে আলাদা, কারণ এই স্টোভকে সূর্যের আলোতে রাখতে হয় না। ফরিদাবাদে IOC-এর গবেষণা ও উন্নয়ন বিভাগের সাহায্যে তৈরি হয়ে সূর্য নূতন। ছাদের পিভি প্যানেল থেকে সৌর শক্তি নিয়ে চলে এই সোলার স্টোভ।
Surya Nutan: রাতে ব্যবহার করা যেতে পারে এই স্টোভ
এই স্টোভ বাড়ির বাইরের সোলার প্যানেল থেকে শক্তি সঞ্চয় করে। এই সোলার স্টোভ দিয়ে বিনা খরচে দিনে তিনবেলা সহজেই খাবার তৈরি করা যায়। এর বিশেষত্ব হল একে রোদে রাখতে হয় না ও এটি রাতেও খাবার রান্না করতে সক্ষম।
Indian Oil Solar Stove: দাম কী রাখা হবে ?
বর্তমানে, এই সূর্য নূতন সোলার প্রোটোটাইপটি চালু করা হয়েছে। এটি সারা দেশের 60টি জায়গায় আনার চেষ্টা করা হয়েছে। রিপোর্ট বলছে, এই স্টোভের বর্তমান দাম ১৮ হাজার থেকে ৩০ হাজার টাকা হলেও সরকারি সাহায্যের পর তা কমে ১০ থেকে ১২ হাজারের মধ্যে চলে আসবে। এটি কমপক্ষে 10 বছর চলবে। তাই একবার ব্যয় করে সিলিন্ডারের দাম থেকে অনায়াসেই মুক্তি পেতে পারেন।
আরও পড়ুন : PM Shadi Shagun Yojana: মেয়ের বিয়ের সময় একান্ন হাজার টাকা, কারা পাবেন, কীভাবে