Stock Market Closing: আদানিদের স্টকেই দুরন্ত লাফ বাজারের, সেনসেক্স বাড়ল ৯০০ পয়েন্ট,নতুন ফাঁদ কি ?
Share Market Update: সপ্তাহ শেষের বাজারে দুরন্ত গতি, আদানি গোষ্ঠীর স্টকে ভরসা করেই ঘুরে দাঁড়াল বাজার।
Share Market Update: সপ্তাহ শেষের বাজারে দুরন্ত গতি, আদানি গোষ্ঠীর স্টকে ভরসা করেই ঘুরে দাঁড়াল বাজার। টানা সাত দিন বাজারে পতনের পর অনেকটাই হতাশ হয়েছিলেন বিনিয়োগকারীরা। শুক্রবার কিছুটা হলেও আস্থা ফিরল দালাল স্ট্রিটে। তবে এখনও আদানি গোষ্ঠীর স্টক নিয়ে দোটানায় রয়েছেন বিনিয়োগকারীরা। অনেকেই এটি 'প্রোমোটারদের গেম' হিসাবে দেখছেন।
Stock Market Closing: আজ সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে ভারতীয় শেয়ারবাজারে স্বস্তি এনে দিয়েছে। আদানি গ্রুপ ও সরকারি ব্যাঙ্কিং স্টকগুলিতে কেনাকাটার জন্য ভারতীয় স্টক মার্কেট একটি দর্শনীয় র্যালি দেখা গেছে। সেনসেক্স একটা সময় ১০০০ পয়েন্টের ঊর্ধ্বে লেনদেন করছিল। আজকের ট্রেডিং ডে শেষে, BSE সেনসেক্স 882 পয়েন্টের লাফ দিয়ে 59,797 এ বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 266 পয়েন্টের লাফ দিয়ে 17,589 পয়েন্টে দৌড় থামিয়েছে।
Stock Market Update: আজ কোন সেক্টরের কী অবস্থা
আজকের ট্রেডিং সেশনে সব সেক্টরের শেয়ারে বড় উত্থান দেখা গিয়েছে। ব্যাঙ্কিং খাতের স্টকে দারুণ বৃদ্ধি দেখা গেছে। সেখানে ব্যাঙ্ক নিফটি 2.09 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। এফএমসিজি, এনার্জি, মেটাল, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস, স্বাস্থ্যপরিষেবা খাতের শেয়ার দরবৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকেও লাফ দেখা গেছে। এদিন নিফটির 50টি শেয়ারের মধ্যে 40টি শেয়ার লাভের সঙ্গে ও 10টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 26টি লাভের সঙ্গে ও 4টি পতনের সঙ্গে ক্লোজিং দিয়েছে।
Share Market Live: কোন স্টকের কী অবস্থা ?
আজকের বাণিজ্যে আদানি এন্টারপ্রাইজ 17 শতাংশ, আদানি পোর্টস 10 শতাংশ, এসবিআই 5.14 শতাংশ, ভারতী এয়ারটেল 3.28 শতাংশ ও রিলায়েন্স 2.55 শতাংশ ওপরে বন্ধ হয়েছে। সেখানে টেক মাহিন্দ্রা 2.22 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 1 শতাংশ, সিপ্লা 0.88 শতাংশ পতনের সঙ্গে দৌড় থামিয়েছে।
Adani Group Stocks: আদানির কোন স্টক কতটা বাড়ল ?
আজ সকাল থেকেই আদানি গোষ্ঠীর বেশ কয়েকটি স্টকে আপার সার্কিট লেগে যায়। আদানি গ্রিন, আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি পাওয়ারে দুপুপের আগেই ৫ শতাংশের আপার সার্কিট লাগে। পিছিয়ে থাকেনি আদানি এন্টারপ্রাইজ। এক সময় ১৬ শতাংশ ওপরে উঠে যায় এই স্টক। আদানি এন্টারপ্রাইজ ১৮৪১-এ উঠে যায়।
আদানি গ্রিন ৫ শতাংশ আপার সার্কিট লেগে ৫৬১-তে চলে আসে। আদানি পোর্ট ৯ শতাংশ ওপরে উঠে ৯৮০ পয়েন্টে ট্রেড করে।একই অবস্থা হয় আদানি উইলমারের । এই স্টকও ৫ শতাংশের আপার সার্কিটে ৪১৮ পয়েন্টে বেড়ে যায়। বাকি অম্বুজা সিমেন্ট ছাড়াও আদানি ট্রান্সমিশনে দারুণ গতি দেখা যায়।
আরও পড়ুন : Adani Group Stocks: আদানিতে আস্থা ফিরছে বাজারে ! তিন দিনে প্রায় ৪০ শতাংশের ওপর উঠল স্টক