Indigo Airlines: রেকর্ড গড়ল ইন্ডিগো, হু হু করে বাড়ল শেয়ারের দাম
Indigo Record: ইন্ডিগোর প্যারেন্ট সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারের দাম বিগত ৬ মাসে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেই দেখা যাচ্ছে। ভারতের সবথেকে বড় বিমান পরিষেবা সংস্থা এই ইন্ডিগো।
Indigo Share Price: নতুন ইতিহাস গড়ল ভারতের সর্ববৃহৎ উড়ান পরিষেবা সংস্থা ইন্ডিগো। সারা বিশ্বের মধ্যে এবার তৃতীয় বৃহত্তম বিমান পরিষেবা সংস্থায় পরিণত হল এই সংস্থা। বাজার মূলধনের ভিত্তিতে ইন্ডিগো পিছনে ফেলেছে সাউথ-ওয়েস্ট এয়ারলাইনসকেও। ইন্ডিগো এয়ারলাইনসের (Indigo Airlines) বাজার মূলধন এখন ১৭.৬ বিলিয়ন ডলার। যেখানে সাউথ-ওয়েস্ট এয়ারলাইনসের বাজার মূলধন রয়েছে ১৭.৩ বিলিয়ন ডলারে।
প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কোন সংস্থা
বর্তমানে সারা বিশ্বের মধ্যে বাজার (Indigo Airlines) মূলধনের দিক থেকে ডেল্টা এয়ারলাইন সবথেকে শীর্ষে রয়েছে। এর বাজার মূলধন ৩০.৪ বিলিয়ন ডলার। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে উঠে এসেছে রেনেয়ার হোল্ডিংস। এই সংস্থার বাজার মূলধন ২৬.৫ বিলিয়ন ডলার। আর ইন্ডিগো তৃতীয় স্থানে উঠে আসায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই ইন্ডিগোর শেয়ারেও গতি এসেছে। হু হু করে বেড়েছে শেয়ারের দাম।
৬ মাসের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ
ইন্ডিগোর প্যারেন্ট সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারের দাম বিগত ৬ মাসে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেই দেখা যাচ্ছে। ভারতের সবথেকে বড় বিমান পরিষেবা সংস্থা এই ইন্ডিগো। ব্লুমবার্গের দেওয়া তথ্য থেকে জানা যায় সারা বিশ্বের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থার তালিকায় পঞ্চম স্থানে আছে এয়ার চায়না যার বাজার মূলধন ১৪.৫ বিলিয়ন ডলার। সিঙ্গাপুর এয়ারলাইন আছে ৬ষ্ঠ স্থানে, বাজার মূলধন ১৪.৩ বিলিয়ন ডলার। এরপর সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ইউনাইটেড এয়ারলাইনস এবং টার্কিশ এয়ারলাইনস। দুটি সংস্থার বাজার মূলধন যথাক্রমে ১৪.৩ বিলিয়ন ডলার এবং ১৩.২ বিলিয়ন ডলার।
এক বছরে ইন্ডিগো পিছনে ফেলেছে ১০টি সংস্থাকে
বিগত এক বছরে দারুণ পারফর্ম করেছে ইন্ডিগো। বাজার মূলধনের দিক থেকে ১০টি কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছে ইন্ডিগো। গত বছর মার্চ মাসে এই সংস্থা বিশ্বে ১৪তম স্থানে ছিল। ক্রমেই সংস্থার প্রতি যাত্রী পিছু আয় বাড়ছে। বুধবার বাজার বন্ধের সময় এই সংস্থার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে হয় ৩৭৯৫ টাকা। এই এক বছরে ২৮ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Mutual Fund: এই ফান্ডে বিনিয়োগ করলে ১ লাখ থেকেই পেতেন ৯.৬ লাখ টাকা, কত বছরে আসত এই রিটার্ন ?