Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন
Inflation Calculator India: সাধারণভাবে পণ্যের দাম বৃদ্ধিকেই আমরা মুদ্রাস্ফীতি বলে জানি। মুদ্রাস্ফীতি মধ্যম পর্যায়ে থাকলে তা দেশের অর্থনীতির পক্ষে ভাল, কিন্তু তা দ্রুত হারে বাড়লে চিন্তার বিষয়।

Value of Money: যে ব্যক্তির যেমন আয় সেই অনুপাতে তিনি সঞ্চয় করে থাকেন। কিন্তু এই সঞ্চয়ের হিসেবে যদি আপনি ভেবে রাখেন যে আজ আপনার কাছে ২০ লাখ টাকা জমানো আছে তা দিয়েই জীবন চলে যাবে, তাহলে বড় ভুল। এই টাকার মূল্য (Value of Money) প্রতি বছর কমছে। এর মূল কারণ হল মুদ্রাস্ফীতি (Inflation Calculator) যা আমাদের ক্রয় ক্ষমতাকে প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে। অর্থাৎ আজ ১০০ টাকায় যতটা জিনিস আপনি কিনতে পারেন, আজ থেকে ৫-১০ বছর পর তা আর পারবেন না, অনেক কম জিনিস পাওয়া যাবে তখন। জিনিসের দাম বাড়ার সঙ্গেও এই বিষয়টি সাযুজ্যপূর্ণ।
সাধারণভাবে পণ্যের দাম বৃদ্ধিকেই আমরা মুদ্রাস্ফীতি বলে জানি। মুদ্রাস্ফীতি মধ্যম পর্যায়ে থাকলে তা দেশের অর্থনীতির পক্ষে ভাল, কিন্তু তা যদি দ্রুত হারে বাড়তে শুরু করে তাহলে চিন্তার বিষয়। এখন এই আমাদের সঞ্চয়, বিনিয়োগ সবকিছুই এই মুদ্রাস্ফীতিকে মাথায় রেখেই করা দরকার। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অনেকাংশেই এই মুদ্রাস্ফীতিকে আমরা গণ্য করি না বলে সমস্যায় পড়তে হয়।
কীভাবে গণনা করা হবে মুদ্রাস্ফীতি
কোনও নির্দিষ্ট টাকার অঙ্ক নির্দিষ্ট সময়ের পরে কত মূল্যের থাকবে তা এই মুদ্রাস্ফীতির ফর্মুলার সাহায্যে খুব সহজে বুঝে নেওয়া যাবে। নিয়মটি হল –
FV = PV × (1- r(Annual Inflation Rate))^n [FV= Future Value, PV= Present Value, n= number of years]
ধরে নেওয়া যাক, আপনার কাছে এখন ৫০ লাখ টাকা জমানো আছে। এই ৫০ লাখ টাকা আজ থেকে ৫ বছর পরে কত মূল্যের থাকবে তা আমাদের নির্ণয় করতে হবে। এই ফর্মুলা অনুযায়ী, PV= ৫০ লাখ টাকা। বর্তমানে মুদ্রাস্ফীতির হার যদি ৪.৩১ শতাংশ ধরে নেওয়া যায় তাহলে এই নিয়ম অনুসারে –
FV = 50,000,00 × (1-0.0431)^5
FV = 50,000,00 × 0.8022
FV = 40,11,462.874
অর্থাৎ এই নিয়ম অনুসারে আজকের জমানো ৫০ লক্ষ টাকার মূল্য আজ থেকে ৫ বছর পরেই হয়ে যাবে ৪০ লক্ষ ১১ হাজার ৪৬২ টাকা। প্রায় ১০ লক্ষ টাকা কমে যাবে টাকার মূল্য যদি আজকের মুদ্রাস্ফীতির হার আগামী ৫ বছরে একই রকম থাকে। এই হার কমলে আরেকটু বাড়বে টাকার মূল্য, আর যদি মুদ্রাস্ফীতির হার আরো বাড়ে তাহলে ৪০ লক্ষেরও কম হয়ে দাঁড়াবে এই টাকার মূল্য।
আরও পড়ুন: GDP Growth: বাড়ল দেশের জিডিপি হার, এবার তেজি হবে ভারতের সমৃদ্ধির দৌড় ? কাটবে অর্থনৈতিক মন্দা ?






















