iphone India Factory: এই রাজ্যে তৈরি হবে অ্যাপলের ফোন, এক লক্ষ কর্মসংস্থানের আশা
Apple India Update: এবার শুধু সময়ের অপেক্ষা। চিনের পরিবর্তে ভারতের ওপর আস্থা রাখছে অ্য়াপল। শীঘ্রই কর্ণাটকে ফক্সকনের (Foxconn) বড় আইফোন (iphone) তৈরির কোম্পানি খোলা হচ্ছে।
Apple India Update: এবার শুধু সময়ের অপেক্ষা। চিনের পরিবর্তে ভারতের ওপর আস্থা রাখছে অ্য়াপল। শীঘ্রই কর্ণাটকে ফক্সকনের (Foxconn) বড় আইফোন (iphone) তৈরির কোম্পানি খোলা হচ্ছে। খোদ এই খবর নিশ্চিত করেছে কর্ণাটকের সরকার।
iphone India Factory: অ্যাপলের ফোন তৈরির বিষয়ে কী বলছে সরকার ?
কর্ণাটকে ৩০০ একরের কারখানা তৈরি করছে ফক্সকন। এখানেই অ্যাপলের আইফোন তৈরি করা হবে। এই বিষয়ে মুখ খুলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। সরকারের আশা, এই নতুন কারখানা থেকে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে। সেরকমই পরিকল্পনা রয়েছে ফক্সকনের।
Apple India Update: কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে, আইফোনের শীর্ষস্থানীয় নির্মাতা ফক্সকনকে বেঙ্গালুরুতে জমি দেওয়া হয়েছে। ৩০০ একরের ক্যাম্পাসটি অ্যাপল ফোনের জন্য বৃহত্তম উত্পাদন ইউনিটগুলির মধ্যে একটি। আজই ফক্সকন ম্যানেজমেন্টের চেয়ারম্যান ইয়ং লিউ এই কারখানার ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। কোম্পানির ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ক্যাম্পাস পরিদর্শন করেছে। ফক্সকনের চেয়ারম্যান ইয়ং লিউ বলেছেন, প্রথম থেকেই বেঙ্গালুরু ছিল বিশ্বব্যাপী কোম্পানিগুলির পছন্দের কারখানার স্থল। বিনিয়োগ টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।
iphone India Factory: আজই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
ফক্সকনের এই প্রতিনিধি দলটি সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করতে নয়াদিল্লি যাবে। কর্মকর্তারা জানিয়েছেন, সেখানেই অ্যাপলের আইফোন তৈরির বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
Apple India Update: কেন ফক্সকনেই ভরসা অ্য়াপলের ?
বর্তমানে ফক্সকন অ্যাপল ফোন তৈরিতে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২১ সালে ২০৬ বিলিয়ন ডলার আয় করেছে এই কোম্পানি। চিন, ভারত, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বেশ কয়েকটি দেশে কোম্পানিটির উত্পাদন ইউনিট রয়েছে।তাই এই কোম্পানির ওপরই আস্থা রাখে অ্যাপল।
Apple Iphone Update: কোভিডে কাবু চিনে আর পণ্য় উৎপাদনের ঝুঁকি নিতে চাইছে না অ্য়াপল। যার সুফল ভোগ করতে চলেছে ভারত। রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্য়েই বিশ্বের ৫০শতাংশ আইফোন ভারতে উৎপাদন করবে অ্যাপল।
iPhone Production India: কী বলা হয়েছে রিপোর্টে ?
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চিনা সরবরাহকারীদের ওপর নির্ভর করতে চাইছে না অ্যাপল। সম্ভবত ২০২৭ সালের মধ্যেই আইফোন উত্পাদনের ৫০ শতাংশ ভারতে স্থানান্তর করতে পারে ভারত। টেক সাইটগুলির রিপোর্ট আরও বলছে, চিনে কোভিডের কারণে ভেঙে পড়েছে অর্থনীতি। সেই কারণে আইফোনের চাহিদাও কমেছে দেশে। সেই কারণেও চিন থেকে সরবরাহকারীদের আর ফোন তৈরির বরাত দিতে রাজি নয় অ্য়াপল।
আরও পড়ুন: Gold Mines: লিথিয়ামের পর দেশে সোনার ভাণ্ডারের সন্ধান, এই তিন জেলা ভরবে রাজকোষ