Adani Wilmar Share Price: দ্বিতীয় দিনেই দারুণ চমক, ৪০ শতাংশ বাড়ল আদানি-উইলমারের শেয়ার
Stock Market Update: এ একেবারে উল্টো গতি। বুধবারের শেয়ার বাজারে চমক দেখাল আদানি-উইলমার।একদিনে ২০ শতাংশ প্রাইস বাড়ল শেয়ারের। যার জেরে বাজার বন্ধ হওয়ার আগেই আপার সার্কিট লেগে গেল স্টকে।
Stock Market Update: এ একেবারে রকেট গতি। বুধবারের শেয়ার বাজারে চমক দেখাল আদানি-উইলমার।একদিনে ২০ শতাংশ প্রাইস বাড়ল শেয়ারের। যার জেরে বাজার বন্ধ হওয়ার আগেই আপার সার্কিট লেগে গেল স্টকে।
Adani Wilmar Share Price: এদিন ট্রেডিং ডে-র শেষে শেয়ারের দাম উঠল ৩২১.৯ টাকা। এর আগে আদানি উইলমারের ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)-র আপার ব্যান্ডের ইস্যু প্রাইস ছিল ২৩০ টাকা। মঙ্গল ও বুধবার মিলিয়ে যা ৪০ শতাংশ বেড়ে গেল। তবে আইপিও ইস্যুর সময় কিছুটা নিরাশ হতে হয়েছিল কোম্পানিকে। IPO-তে ডিসকাউন্টে লিস্টিং হয়েছিল আদানি-উইলমারের। মঙ্গলবার ছাড়ের পরই ১৬.৬ শতাংশ ওপরে গিয়েছিল প্রাইস।
Stock Market Update: এদিন সেই ধারা বজায় রাখে কোম্পানি। শেয়ার বাজার সূচকের দিকে না তাকিয়ে প্রথম থেকেই ওপরে উঠতে শুরু করে স্টক। একটা সময় বাজার কিছুটা থিতিয়ে গেলে ১৫ শতাংশে এসে ওপরে ওঠার গতি কমায় বুলসরা। পরে ফের মার্কেট লাইন ছাপিয়ে ২০ শতাংশ ছুঁয়ে নেয় আদানি-উইলমার। যার ফলে বন্ধ হয়ে যায় এর ট্রেডিং। আপার সার্কিট লেগে যায় স্টকে।
Adani Wilmar IPO: আমদাবাদের আাদানি গ্রুপ ও সিঙ্গাপুরের উইলমার একসঙ্গে গাঁটছড়া বেঁধে এই আইপিও নিয়ে এসেছে। শেয়ার বাজারে Adani Wilmar-এর ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) নিয়ে প্রথম থেকেই ছিল আগ্রহ। খাবার ও দেশের FMCG ক্ষেত্রে বৃহত্তম কোম্পানি হওয়ার উদ্দেশ্যেই হাত মিলিয়েছে এই দুই বড় সংস্থা।
Adani Wilmar IPO: আগে SEBI-র কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস ফাইল করার সময় 4,500 কোটি টাকা তোলার কথা ভেবেছিল কোম্পানি। পরে অবশ্য এই বিপুল পরিমাণ অর্থ তোলার ভাবনা থেকে সরে আসে কোম্পানি। যদিও বছরের দ্বিতীয় আইপিওতে সফলভাবে 3,600 কোটি টাকা সংগ্রহ করেছে আদানি-উইলমার।
Adani Wilmar IPO: বর্তমানে আদানি গ্রুপের ছয়টি কোম্পানি দেশের এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্ত রয়েছে। আদানি এন্টারপ্রাইজেস বাদে অন্যান্য তালিকাভুক্ত কোম্পানিগুলি হল আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস ও আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)।
Adani Wilmar IPO: চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসের হিসেব বলছে, এই নির্দিষ্ট সময়ে আদানি উইলমারের আয় বেড়েছে ২৪,৯৫৭ কোটি টাকা। যা আগের বছর ওই একই সময়ের মধ্যে ১৬,২৭৩ কোটি টাকা ছিল। একই সময়ে কোম্পানির মুনাফা ২৮৮ কোটি টাকা থেকে ৩৫৭ কোটি টাকা বেড়েছে। কোম্পানিটি পুরো 2020-21 আর্থিক বছরে ৩৭,১৯৫ কোটি টাকা আয় ও ৭২৮ কোটি টাকা লাভ করেছে।
ভোজ্য তেল ছাড়াও, আদানি উইলমার চাল, গমের আটা ও চিনির মতো খাদ্য পণ্য বিক্রি করে। পাশাপাশি সাবান, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের মতো পণ্যও বিক্রি করে কোম্পানি।